Women's Cricket

দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান, ইতিহাসের পাতায় নাম তুললেন শেফালি

ভারতের হয়ে অভিষেক টেস্ট খেলতে নেমেই রীতিমতো চমকে দিয়েছেন শেফালি বর্মা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৭:১৭
Share:

অর্ধশতরানের পর শেফালি। ছবি রয়টার্স

ভারতের হয়ে অভিষেক টেস্ট খেলতে নেমেই রীতিমতো চমকে দিয়েছেন শেফালি বর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেন তিনি। সেই সঙ্গে নাম তুলে ফেললেন রেকর্ডের বইয়ে।

Advertisement

সব থেকে কম বয়সে অভিষেক টেস্টের দুই ইনিংসেই অর্ধশতরানের নজির গড়লেন শেফালি। বিশ্বের চতুর্থ মহিলা ক্রিকেটার হিসেবে এবং প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। প্রথম ইনিংসে অল্পের জন্য শতরান হাতছাড়া করেছিলেন শেফালি। দ্বিতীয় ইনিংসে অবশ্য শতরানের ধারেকাছেও যেতে পারেননি। ৮৩ বলে ৬৩ রান করে ফিরে গিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১১২ তুলেছে ভারতীয় মহিলা দল। পিছিয়ে ৫৩ রানে।

শেফালির প্রতিভা নিয়ে ইতিমধ্যেই প্রশংসা করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকরও। দলের আস্থার দাম রেখেছেন শেফালি। তবে দল ম্যাচ জিততে বা বাঁচাতে পারে কি না, তা সময়ই বলবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন