শাহরিয়র ধন্যবাদ-সহ গ্রহণ করলেন মমতার প্রস্তাব

ভারত-পাক ক্রিকেট ফের চালু করা নিয়ে যখন শিবসৈনিকদের দাপটে অবিশ্বাস এবং অহিংসার পরিবেশ তখন কলকাতা প্রস্তাব দিল এই বৈঠকের আয়োজন তারা করতে চায়। আর এক কথায় ধন্যবাদসহ রাজি হয়ে গেল পাকিস্তান।

Advertisement

গৌতম ভট্টাচার্য

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৫ ১৮:১৪
Share:

ভারত-পাক ক্রিকেট ফের চালু করা নিয়ে যখন শিবসৈনিকদের দাপটে অবিশ্বাস এবং অহিংসার পরিবেশ তখন কলকাতা প্রস্তাব দিল এই বৈঠকের আয়োজন তারা করতে চায়। আর এক কথায় ধন্যবাদসহ রাজি হয়ে গেল পাকিস্তান।

Advertisement

গত কাল মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্রিকেট শীর্ষ বৈঠক কলকাতায় করার জন্য প্রস্তাব দিয়েছেন। এ দিন দুপুরে পাকিস্তান বোর্ডের সর্বাধিনায়ক শাহরিয়র খান ফোন করেন জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেককে। বলেন, ‘‘আপনাদের মুখ্যমন্ত্রীর প্রস্তাবে পাকিস্তান অভিভূত। কলকাতায় বৈঠক করতে আমরা রাজি আছি সেটা অনুগ্রহ করে ওকে জানিয়ে দেবেন।’’ সেই মতো অভিষেক ডালমিয়া ফোন করেন মুখ্যমন্ত্রীকে। মমতা তখন বলেন, ‘‘তুমি আবার ফোন করে বলো বৈঠকের জন্য সব রকম সাহায্য আর নিরাপত্তার ব্যবস্থা আমরা করবো।’’ মুখ্যমন্ত্রীর বার্তা ফের ফোনে শাহরিয়রকে জানান অভিষেক।

এখন বল শশাঙ্ক মনোহরের কোর্টে। নভেম্বরে অনুষ্ঠেয় বৈঠক তিনি নিউ দিল্লিতে করবেন না কলকাতায়? অতীতে বহু ভারত-পাক দৌত্য কলকাতায় হয়েছে যখন বাকি ভারত এই ম্যাচ নিয়ে সহিংস ছিল। কিন্তু তখন ডালমিয়া ছিলেন বোর্ডে। মৃত্যুর আগেও তিনি ঠিক করে যান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের প্রস্তুতি শিবির বা হোম ভেন্যু হবে কলকাতা। ক্রিকেট প্রশ্নে নবাগত অভিষেক বলেন, ‘‘আমরা আশা করবো বৈঠকটা যাতে কলকাতায় হয়। দেখি এখন শশাঙ্ক কী করেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement