Shakib Al Hasan

সমস্যায় শাকিব, আইপিএল খেলা নিয়ে সংশয়, বেঁকে বসতে পারে বাংলাদেশ বোর্ড

আইপিএলে শাকিবের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, সমস্যায় কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১৫:৫৯
Share:

শাকিব আল হাসান, ক্রিকেটার।

নতুন করে সমস্যায় শাকিব আল হাসান। সমস্যায় কলকাতা নাইট রাইডার্সও। কারণ আইপিএলে শাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁকে আইপিএলে খেলার ছাড়পত্র ইতিমধ্যেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু রবিবার শাকিবের মন্তব্যের পর বিসিবি জানিয়েছে, তারা শাকিবকে আইপিএল খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করবে।

Advertisement

বিসিবি-র কর্তা আক্রম খানের সঙ্গে শাকিবের সম্পর্ক অনেক দিন থেকেই খারাপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে না যাওয়ার জন্য শাকিবের কড়া সমালোচনা করেন আক্রম। এরপর শাকিব তাঁকে নিজের বক্তব্য জানিয়ে একটি চিঠি দেন। সেই চিঠি পেয়ে ফের শাকিবের সমালোচনা করেন আক্রম। রবিবার শাকিব বলেন, ‘‘সমানে আমার টেস্ট না খেলা নিয়ে সমালোচনা হচ্ছে। যাঁরা বলছেন আমি আর টেস্ট খেলব না, তাঁরা আমার চিঠি ঠিক করে পড়েননি। আমি চিঠিতে কোথাও বলিনি যে টেস্ট খেলব না। আমি শুধু বলেছি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারব বলে আইপিএল খেলতে চাই। কিন্তু বারবার আক্রম খান বলছেন, আমি টেস্ট খেলতে চাই না।’’

এরপর সোমবার আক্রম বলেন, ‘‘চিঠির আর কী অর্থ হতে পারে? একজন স্পষ্ট বলছে বিশ্বকাপের প্রস্তুতি সারার জন্য ও শ্রীলঙ্কায় যেতে চায় না। এর আর কী মানে হতে পারে? ও নাকি বলেছে আমি ওর চিঠি পড়িনি। হয়ত চিঠির মানে বুঝতে পারিনি। যাই হোক, ওর কথা অনুযায়ী ও যদি টেস্ট খেলতে চায়, তাহলে আগামী দু’দিনের মধ্যে আমরা ওকে দেওয়া ছাড়পত্র (আইপিএলে খেলার) নিয়ে আলোচনা করব। ওর যদি টেস্ট খেলার আগ্রহ থাকে, তাহলে শ্রীলঙ্কায় দুটো টেস্ট খেলুক না।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন