Nidahas Trophy

আঙুলে চোট, নিদাহাস ট্রফি থেকে ছিটকে গেলেন সাকিব

সাকিবের এই চোট নতুন নয়, জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আঙুলে চোট পান এই তারকা অলরাউন্ডার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ২০:১০
Share:

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত।

নিদাহাস ট্রফিতে নামার আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। আঙুলে চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)-র পক্ষ থেকে জানান হয় এই কথা।

Advertisement

তবে, সাকিবের এই চোট নতুন নয়, জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আঙুলে চোট পান এই তারকা অলরাউন্ডার। সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট এবং টি২০ সিরিজও হারতে হয় বাংলাদেশকে।

তবে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আশা করেছিল নিদাহাস ট্রফিতে হয়তো সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন সাকিব। সেই মতো দলেও রাখা হয় তাঁকে। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় নিদাহাস ট্রফিতেও সাকিবের সার্ভিস থেকে বঞ্চিত হতে হল বাংলাদেশকে।

Advertisement

আরও পড়ুন: নাইটদের নেতৃত্বে পাঁচ দাবিদার

আরও পড়ুন: ‘ধোনির অভিজ্ঞতা বাজারে বিক্রি হয় না বা কেনা যায় না’

সাকিবকে না পাওয়া প্রসঙ্গে বাংলাদেশের কোচ কোর্টনি ওয়ালশ বলেন, “সাকিবের মতো প্লেয়ারের পরিবর্তন এক রাতের মধ্যে সম্ভব নয়। ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার এবং অধিনায়ক হিসেবে ওর বিকল্প পাওয়া কঠিন। তবে সুস্থ হয়ে ওঠার জন্য ওকে আমরা সময় দিতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন