Sports News

চেয়ারম্যানের পদে থাকছেন শশাঙ্ক মনোহর, জানিয়ে দিল আইসিসি

আটদিন আগের ঘটনা। ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর আইসিসির চেয়ারম্যান পদে থাকছেন না। কিন্তু শুক্রবার আইসিসির বোর্ড মিটিংয়ে শশাঙ্ক মনোহরকে অনুরোধ করা হয় চেয়ারম্যানের পদ না ছাড়তে। সর্ব সম্মতিক্রমে তিনি আবার থেকে গেলেন আইসিসির পদে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ১৮:৪৮
Share:

শশাঙ্ক মনোহর। ছবি: পিটিআই।

আটদিন আগের ঘটনা। ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর আইসিসির চেয়ারম্যান পদে থাকছেন না। কিন্তু শুক্রবার আইসিসির বোর্ড মিটিংয়ে শশাঙ্ক মনোহরকে অনুরোধ করা হয় চেয়ারম্যানের পদ না ছাড়তে। সর্ব সম্মতিক্রমে তিনি আবার থেকে গেলেন আইসিসির পদে।

Advertisement

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, বোর্ডের তরফে তাঁকে অনুরোধ করা হয় সিদ্ধান্ত বদলের। অন্তত ততদিন থাকতে বলা হয় যতদিন না পুরো ব্যাপারটা গুছিয়ে নিতে পারছে আইসিসি। শশাঙ্ক মনোহর বলেন, ‘‘ওদের আবেগকে আমি সম্মান করি। যে ভাবে ওরা আমার উপর বিশ্বাস দেখিয়েছে যেটা আমাকে আপ্লুত করেছে। ব্যাক্তিগত কারণে সরে যেতে চেয়েছিলাম কিন্তু ওদের দাবি মেনে আমি আপাতত থেকে যাচ্ছি। আমি সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাকি সময়টা কাজ করব যাতে পরে কারও সমস্যা না হয়।’’

আরও খবর: দলাইলামার সঙ্গে নাক ঘষাঘষি স্মিথের

Advertisement

যদিও শশাঙ্ক মনোহরের আইসিসির পদ ছাড়ার পেছনে যে ব্যাক্তিগত কারণই রয়েছে সেটা বার বারই মনে করিয়ে দিয়েছেন তিনি। যদিও তিনি যখন ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তখন কারণ হিসেবে উঠে এসেছিল ভারতীয় ক্রিকেটের টালমাটাল অবস্থা ও সুপ্রিম কোর্টের নির্দেশ। কিন্তু তেমনটা য়ে নয় সেটাও ক্লিয়ার করে দিয়েছেন শশাঙ্ক মনোহর। শশাঙ্ক মনোহরের এই থেকে যাওয়াকে স্বাগত জানিয়েছে সব দেশের ক্রিকেট বোর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন