Shaun Marsh injured

ফিল্ডিং করতে গিয়ে আঙুল ভাঙলেন মার্শ

ফিল্ডিং করছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ চলছিলেন ডামবুলায়। কিন্তু হঠাৎই অঘটন। একটি দ্রুত গতিতে আসা বল ধরতে ঝাঁপিয়েছিলেন শন মার্শ। তখনই বেকায়দায় এসে বল লাগে হাতে। ভেঙে যায় বাঁ হাতের আঙুল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ১৮:২৯
Share:

শন মার্শ।

ফিল্ডিং করছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ চলছিলেন ডামবুলায়। কিন্তু হঠাৎই অঘটন। একটি দ্রুত গতিতে আসা বল ধরতে ঝাঁপিয়েছিলেন শন মার্শ। তখনই বেকায়দায় এসে বল লাগে হাতে। ভেঙে যায় বাঁ হাতের আঙুল। এই সিরিজে ইতিমধ্যেই ২-১এ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু বাকি সিরিজ থেকে ছিটকে গেলেন এই বোলার। তিনি ফিরে যাচ্ছেন দেশে। দলের ফিজিও ডেভিড বেকলি বলেন, ‘‘শনের বাঁ হাতের আঙুল ভেঙে গিয়েছে ফিল্ডিংয়ের সময়। এক্স-রে করা হয়েছে। তাতেই নিশ্চিত করা হয়েছি ওর আঙুল ভেঙেছে। ও পার্থে ফিরে যাচ্ছে চিকিৎসার জন্য।’’

Advertisement

শন মার্শের জায়গায় অস্ট্রেলিয়া দলে যোগ দিচ্ছেন উসমান খোয়াজা। টি২০ সিরিজে যোগ দেবেন তিনি। এর আগে নাথান কোল্টার-নাইলকেও ফিরে যেতে হয়েছে চোট নিয়ে। তাঁর মধ্যেই সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

আরও খবর

Advertisement

এক মরসুমে সর্বোচ্চ টি২০ উইকেট নিয়ে রেকর্ড বুমরাহর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement