shikhar dhawan

কোভিড যুদ্ধে পুলিশের পাশে শিখর ধওয়ন, দান করলেন অক্সিজেন কনসেনট্রেটর

অতিমারি থেকে বেরিয়ে আসবে ভারত, আশা করছেন ধওয়ন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১৪:২৯
Share:

শিখর ধওয়ন। —ফাইল চিত্র

গুরুগ্রামের পুলিশের হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিলেন শিখর ধওয়ন। ভারতের কোভিড যুদ্ধে সামিল হলেন তিনিও। টুইট করে নিজেই জানালেন সেই কথা।

Advertisement

শুক্রবার গুরুগ্রাম পুলিশের টুইটারে দেখা যায় ধওয়নকে ধন্যবাদ জানাতে। সেই সঙ্গে পোস্ট করা হয় অক্সিজেন কনসেনট্রেটরের ছবিও। সেই টুইটটি ধওয়ন রিটুইট করে লেখেন, ‘আতিমারির এই পরিস্থিতিতে যারা আমাদের পাশে রয়েছে, তাদের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগছে। আমি সব সময় তৈরি সাহায্য করার জন্য। এই অতিমারির সময় থেকে বেরিয়ে উঠে দাঁড়াবে ভারত’।

আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ভারতীয় ওপেনার। তাঁর দলের অমিত মিশ্র করোনা আক্রান্ত হয়েছিলেন। একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার কারণে আইপিএল স্থগিত করে দেওয়া হয়। ৮ ম্যাচে ৩৮০ রান করে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন ধওয়ন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন