টেনিস বলে তৈরি হয়ে ধওয়ন-মন্ত্র আগ্রাসী ক্রিকেট

বুধবার ওয়েলিংটনে প্রথম টি-টোয়েন্টির আগে ধওয়নকে টেনিস বলে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২৮
Share:

প্রত্যয়ী: ফার্গুসনদের বাউন্সার সামলাতে তৈরি ধওয়ন। ছবি: টুইটার

নিউজ়িল্যান্ডে শেষ তিনটি ওয়ান ডে ম্যাচে ভাল রান পাননি। রবিবার শেষ ম্যাচে থার্ডম্যানে ক্যাচ দিয়ে আউট হন শিখর ধওয়ন। ট্রেন্ট বোল্ট, জিমি নিশামদের বাউন্স ও সুইং সামলানোর ব্যাপারে তেমন সফল হননি। তাই বুধবার ওয়েলিংটনে প্রথম টি-টোয়েন্টির আগে ধওয়নকে টেনিস বলে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল।

Advertisement

কেন এই বিশেষ অনুশীলন? এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘‘বাউন্সার খেলা অভ্যাস করতেই আমি টেনিস বলে অনুশীলন করে থাকি। পেশিকে আরও সচল রাখতে এটা করি। নাগাড়ে একই শট অনুশীলন করলে সেই শটে আরও উন্নতি করা যায়। নেটে অনুশীলন করলে বা থ্রো ডাউন নিলে টানা একই জায়গায় বল পাওয়া যায় না। তাই টেনিস বলে অনুশীলন করলে অনেক সুবিধে হয় আমার।’’ টি-টোয়েন্টি সিরিজে ট্রেন্ট বোল্ট না খেললেও টিম সাউদি-লকি ফার্গুসনদের বাউন্সার সামলাতে হতে পারে তাঁকে।

কিন্তু টেনিস বলে অনুশীলনের পরে ম্যাচে বা নেটে ব্যাট করতে নামলে অসুবিধাও হয় বলে জানান ধওয়ন। বলেন, ‘‘টেনিস বলে অনুশীলনের পরে নেটে এলে মনে হয় উল্টো দিক থেকে কেউ পাথর ছুড়ছে। তাই আজ টেনিস বলে অনুশীলনের পাশাপাশি সুইংয়ের বিরুদ্ধে খেলাও অভ্যাস করছিলাম।’’

Advertisement

ইদানীং পাওয়ার প্লে-তে আগ্রাসী ব্যাটিং করছেন ধওয়ন। নিউজ়িল্যান্ডে প্রথম দু’টি ওয়ান ডে-তে তাঁর অপরাজিত ৭৫ ও ৬৬ রানের ইনিংসে সে রকমই দেখা গিয়েছিল। নেপিয়ারে যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ৭২, সেখানে মাউন্ট মাউনগানুইয়ে ৯৮-এর স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেন। এ জন্য তাঁকে মানসিকতায় পরিবর্তন আনতে হয়েছে বলে জানান ধওয়ন। বলেন, ‘‘এটা কিছুটা উইকেটের উপর নির্ভর করে। আর মানসিকতাও বদলেছি। অনেক শটই খেলছি। ভালই খেলছি।’’ বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজ হলেও তাতে কোনও অসুবিধা নেই বলে মনে করেন ধওয়ন। বলেন, ‘‘অনেক ওয়ান ডে-ই তো খেললাম আমরা। এ বার একটু টি-টোয়েন্টি খেলতে ভালই লাগবে। এ পর্যন্ত আমাদের পারফরম্যান্স ভালই হয়েছে। এই সিরিজেও আশা করি ভালই খেলব আমরা।’’

ভারতীয় দল আর পাঁচটি ওয়ান ডে ম্যাচ পাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে। তার আগে এখানে টি-টোয়েন্টি সিরিজে জয়ের ছন্দ ধরে রাখতে চায় ভারত, জানিয়ে দিলেন ধওয়ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাঁকে ও রোহিত শর্মাকে খেলানো নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তাই বিশ্বকাপের আগে ভারতীয় দলের হয়ে এই তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হয়তো তাঁর শেষ সিরিজ। যা নিয়ে ভারতীয় দলের ওপেনার বলেন, ‘‘আমরাও মানুষ আর আমাদেরও শরীরের বিশ্রাম প্রয়োজন। সেই জন্যই হয়তো এই পরিকল্পনা নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন