Rohit Sharma

বাবার মাথায় চুল কম, কী উপায় খুঁজল শিখর ধওয়ানের ছেলে?

শিখরের মাথার মধ্যে একটি পাত্র থেকে নুন ছিটিয়ে দিচ্ছে সে। বাবার মাথায় চুল কম, এটা একেবারেই ‘না পসন্দ’ ছোট্ট জোরাভরের। তাই বাবার মাথায় চুল গজানোর জন্যই এই অভিনব পন্থা নিয়েছে সে, বলে লিখেছেন শিখর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১৫:১৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম

অস্ট্রেলিয়ার পর চলতি নিউজিল্যান্ড সিরিজেও অপ্রতিরোধ্য ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। দুরন্ত পারফরম্যান্স তাদের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধওয়নেরও। ইতিমধ্যেই ৩-০তে এগিয়ে থেকে সিরিজ পকেটে বন্দি করে নিয়েছে ভারত। তাই বেশ খোশ মেজাজেই আছেন ভারতীয় দলের খেলোয়াড়েরা। সম্প্রতি ভারতীয় দলের ওপেনার শিখর ধওয়নের পোস্ট করা একটি ভিডিয়োতে আবার প্রমাণ মিলল তার।

Advertisement

বাঁ-হাতি ওপেনারের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে যে শিখরের কাঁধে চেপে বসে আছে তাঁর ছেলে। শুধু তাই নয়, শিখরের মাথার মধ্যে একটি পাত্র থেকে নুন ছিটিয়ে দিচ্ছে সে। বাবার মাথায় চুল কম, এটা একেবারেই ‘না পসন্দ’ ছোট্ট জোরাভরের। তাই বাবার মাথায় চুল গজানোর জন্যই এই অভিনব পন্থা নিয়েছে সে, বলে লিখেছেন শিখর।

ক্রিকেটের বাইরেও নিজের পরিবারের সঙ্গে এবং নিজের পছন্দের বিষয় নিয়ে সময় কাটাতে পছন্দ করেন শিখর। কয়েকদিন আগেই শিখরের বাঁশি বাজানোর একটি ভিডিয়ো যথেষ্ট জনপ্রিয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নিউজিল্যান্ডে শিখরের স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ও তাঁদের ছেলে জোরাভরও তাঁর সঙ্গেই আছে।

Advertisement

ক্রিকেটের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটানোর ফলেই আরও বেশি করে ক্রিকেটে মনোনিবেশ করতে পারেন তিনি বলে জানিয়েছেন শিখর। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়েছে তাঁর ছেলের কীর্তির এই ভিডিয়োও।

আরও পড়ুন: বিরাটের জায়গায় তিন নম্বরে শুভমনকে চাইছেন গাওস্কর

আরও পড়ুন: কাল কেরিয়ারের ২০০তম ওয়ানডে, রোহিত কি স্মরণীয় করে রাখবেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement