ম্যাচ জেতাতে পারে ধবন একাই: কোহালি

ধবনের অপরাজিত ১৩২ রানের পাশাপাশি ম্যাচে ৮২ রান করে অপরাজিত ছিলেন কোহালি। যে ইনিংসে ভারতীয় অধিনায়ক রান তাড়া করতে নেমে ওয়ান ডে-তে চার হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ০৫:২০
Share:

আগ্রাসী: শ্রীলঙ্কার বিরুদ্ধে মারমুখী মেজাজে শিখর ধবন। ছবি: রয়টার্স

ক্রিজে নেমে নিজের ব্যাটিং উপভোগ করাটাই বিরাট কোহালির অভ্যাস। তবে রবিবার ডাম্বুলায় শুধু নিজের ব্যাটিং নয়, নন স্ট্রাইকিং এন্ড থেকে উপভোগ করলেন শিখর ধবনের ব্যাটিংও। তাই ম্যাচের শেষেও ধবনেরই প্রশংসা অধিনায়কের মুখে।

Advertisement

সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার পরে কোহালি বলেছেন, ‘‘শ্রীলঙ্কার শুরুটা খুব ভাল হয়েছিল। আমরা ভেবেছিলাম ওরা তিনশো তুলে দেবে। পিচ যথেষ্ট ভাল ছিল। তাই টস জিতে ফিল্ডিং নেওয়ার ভাবনা ছিল আমাদের। ভাবনাটা ছিল, পরের দিকে বল ভাল ব্যাটে আসবে। এবং সেটা এলও দুর্দান্ত ভাবে।’’

শুধু মেন ইন ব্লু-র প্রিয় ‘গব্বর’ই নয়, ডাম্বুলায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার নেপথ্যে থাকা বিরাট কোহালিও একটা অনবদ্য রেকর্ড করে ফেললেন রবিবার।

Advertisement

ধবনের অপরাজিত ১৩২ রানের পাশাপাশি ম্যাচে ৮২ রান করে অপরাজিত ছিলেন কোহালি। যে ইনিংসে ভারতীয় অধিনায়ক রান তাড়া করতে নেমে ওয়ান ডে-তে চার হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন। পিছনে ফেলে দিলেন সচিন তেন্ডুলকর এবং রিকি পন্টিংকে। দলের জেতার ক্ষেত্রে রান তাড়া করতে নেমে সচিন সবচেয়ে বেশি রান করেছেন ওয়ান ডে-তে। তাঁর রান ৫৪৯০। গড় ৫৫.৪৫। দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের মোট রান ৪১৮৬। গড় ৫৭.৩৪। বিরাট সেখানে ৪০০১ রান করেছেন। কিন্তু গড়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে বিরাট। তাঁর গ়ড় ১০০.২।

তবে নিজের নয়, রবিবারের নায়ক ধবনের দুর্দান্ত ফর্ম নিয়েই উচ্ছ্বসিত কোহালি। তিনি বলেছেন, ‘‘গত তিন মাসে দারুণ ফর্মে আছে ধবন। আর ও সেটা কাজেও লাগাচ্ছে। আশা করব, ও এই ফর্মটা ধরে রাখতে পারবে। সেটা যাতে ও পারে, তার জন্য আমরা চেষ্টা করে যাব। ধবন এ রকম ফর্মে থাকলে ও একাই আমাদের ম্যাচ জিতিয়ে দেবে। একবার ছন্দে চলে এলে ওকে থামানো কঠিন।’’

ডাম্বুলায় ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগে কোহালি বলেছিলেন, এখান থেকেই ভারতের মিশন বিশ্বকাপ শুরু হল। যা নিয়ে এ দিন ভারতীয় অধিনায়ক ফের বলে গেলেন, ‘‘হ্যাঁ, অবশ্যই আমাদের নজর আছে ২০১৯ বিশ্বকাপের ওপর। এখনও তার জন্য প্রস্তুতি নিতে ২৪ মাস সময় আছে। সেই সুযোগে আমরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাব। যাতে দলের ভারসাম্য আরও ভাল করা যায়। তাই আমাদের দলে অনেক রদবদল দেখতে পাবেন ভবিষ্যতে। আমারা সবাইকে ধরেই অঙ্ক কষে এগোব। সে রকমই পরিকল্পনা আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন