Sports News

পিচ ফিক্সিং নিয়ে টুইট করে ট্রোলড হলেন শোয়েব আখতার

শোয়েবের টুইটের জবাব আসতে থাকে। যেখানে তাঁকে সমর্থন তো দুরের কথা, তাঁকে পাল্টা এক হাত নেন ভারতীয়রা। সেই তালিকায় রয়েছেন স্পোর্ট অ্যাঙ্কর মায়ান্তি ল্যাঙ্গারও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ১৭:৫২
Share:

প্রাক্তন পাকিস্তান বোলার শোয়েব আখতার। —ফাইল চিত্র।

বুধবারই পুণের পিচ নিয়ে এক স্ট্রিং অপারেশনে মুখোশ খুলে যায় সেখানকার পিচ কিউরেটরের। তার পর সঙ্গে সঙ্গে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগের ঘটনা। এর পরই টুইট করেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি টুইটে লেখেন, ‘‘এই খবর শুনে আমি স্তম্ভিত এবং বাকরুদ্ধ।’’ তিনি পর পর দুটো টুইট করেন। দ্বিতীয় টুইটে তিনি লেখেন, ‘‘যদি এটা সত্যি হয় তা হলে শক্ত হাতে মোকাবিলা করা উচিত। কারন ইতিমধ্যেই ক্রিকেটের অনেক ক্ষতি হয়ে গিয়েছে।’’

Advertisement

আরও পড়ুন

ভারতকে ফুটবলের দেশ বললেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো

Advertisement

এর পরই শোয়েবের টুইটের জবাব আসতে থাকে। যেখানে তাঁকে সমর্থন তো দুরের কথা তাঁকে পাল্টা এক হাত নেন ভারতীয়রা। সেই তালিকায় রয়েছেন স্পোর্ট অ্যাঙ্কর মায়ান্তি ল্যাঙ্গারও। তিনি লেখেন ‘‘পাকিস্তান প্লেয়াররা তো এই ব্যাপারে পিএইচডি করে ফেলেছে আর তুমি আমাদের পিচ ফিক্সিং নিয়ে জ্ঞ্যান দিচ্ছ।’’ কেউ লেখেন ‘‘তুমি অবাক কেন? এমনটা তো পাকিস্তানে হামেশাই হয়। বল ট্যাম্পারি ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং সব কিছুর ফিক্সিং।’’ কেউ বলেন ‘‘দেখুন কে এই নিয়ে কথা বলছে।’’ !! পিচ কিউরেটর সালওগরের ভিডিও সামনে আসতেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিসিআই। দেখা গিয়েছিল বুকির বেশে সালগাওকরের সঙ্গে দেখা করা সাংবাদিকদের তিনি বলছেন তাঁদের চাহিদা মতো পিচ করে দেওয়া হবে। সেখানে দেখা যাচ্ছে ম্যাচের আগের দিনই আইসিসির নিয়ম ভেঙে তাদের মাঠের মধ্যে নিয়ে গিয়েছেন ৬৮ বছরের সালগাওকর। কিউরেটর হওয়ার আগে খেলেছেন মহারাষ্ট্রের হয়ে। ৬৩টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পর এই পুণের পিচকেই খারাপ আখ্যা দিয়েছিল আইসিসির ম্যাচ রেফারি।

পিচ কিউরেটর সালওগরের ভিডিও সামনে আসতেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিসিআই। দেখা গিয়েছিল বুকির বেশে সালগাওকরের সঙ্গে দেখা করা সাংবাদিকদের তিনি বলছেন তাঁদের চাহিদা মতো পিচ করে দেওয়া হবে। সেখানে দেখা যাচ্ছে ম্যাচের আগের দিনই আইসিসির নিয়ম ভেঙে তাদের মাঠের মধ্যে নিয়ে গিয়েছেন ৬৮ বছরের সালগাওকর। কিউরেটর হওয়ার আগে খেলেছেন মহারাষ্ট্রের হয়ে। ৬৩টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পর এই পুণের পিচকেই খারাপ আখ্যা দিয়েছিল আইসিসির ম্যাচ রেফারি।

এর পরই শোয়েবের টুইটের জবাব আসতে থাকে। যেখানে তাঁকে সমর্থন তো দুরের কথা তাঁকে পাল্টা এক হাত নেন ভারতীয়রা। সেই তালিকায় রয়েছেন স্পোর্ট অ্যাঙ্কর মায়ান্তি ল্যাঙ্গারও। তিনি লেখেন ‘‘পাকিস্তান প্লেয়াররা তো এই ব্যাপারে পিএইচডি করে ফেলেছে আর তুমি আমাদের পিচ ফিক্সিং নিয়ে জ্ঞ্যান দিচ্ছ।’’ কেউ লেখেন ‘‘তুমি অবাক কেন? এমনটা তো পাকিস্তানে হামেশাই হয়। বল ট্যাম্পারি ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং সব কিছুর ফিক্সিং।’’ কেউ বলেন ‘‘দেখুন কে এই নিয়ে কথা বলছে।’’ !! পিচ কিউরেটর সালওগরের ভিডিও সামনে আসতেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিসিআই। দেখা গিয়েছিল বুকির বেশে সালগাওকরের সঙ্গে দেখা করা সাংবাদিকদের তিনি বলছেন তাঁদের চাহিদা মতো পিচ করে দেওয়া হবে। সেখানে দেখা যাচ্ছে ম্যাচের আগের দিনই আইসিসির নিয়ম ভেঙে তাদের মাঠের মধ্যে নিয়ে গিয়েছেন ৬৮ বছরের সালগাওকর। কিউরেটর হওয়ার আগে খেলেছেন মহারাষ্ট্রের হয়ে। ৬৩টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পর এই পুণের পিচকেই খারাপ আখ্যা দিয়েছিল আইসিসির ম্যাচ রেফারি।

এর পরই শোয়েবের টুইটের জবাব আসতে থাকে। যেখানে তাঁকে সমর্থন তো দুরের কথা তাঁকে পাল্টা এক হাত নেন ভারতীয়রা। সেই তালিকায় রয়েছেন স্পোর্ট অ্যাঙ্কর মায়ান্তি ল্যাঙ্গারও। তিনি লেখেন ‘‘পাকিস্তান প্লেয়াররা তো এই ব্যাপারে পিএইচডি করে ফেলেছে আর তুমি আমাদের পিচ ফিক্সিং নিয়ে জ্ঞ্যান দিচ্ছ।’’ কেউ লেখেন ‘‘তুমি অবাক কেন? এমনটা তো পাকিস্তানে হামেশাই হয়। বল ট্যাম্পারি ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং সব কিছুর ফিক্সিং।’’ কেউ বলেন ‘‘দেখুন কে এই নিয়ে কথা বলছে।’’ !! পিচ কিউরেটর সালওগরের ভিডিও সামনে আসতেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিসিআই। দেখা গিয়েছিল বুকির বেশে সালগাওকরের সঙ্গে দেখা করা সাংবাদিকদের তিনি বলছেন তাঁদের চাহিদা মতো পিচ করে দেওয়া হবে। সেখানে দেখা যাচ্ছে ম্যাচের আগের দিনই আইসিসির নিয়ম ভেঙে তাদের মাঠের মধ্যে নিয়ে গিয়েছেন ৬৮ বছরের সালগাওকর। কিউরেটর হওয়ার আগে খেলেছেন মহারাষ্ট্রের হয়ে। ৬৩টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পর এই পুণের পিচকেই খারাপ আখ্যা দিয়েছিল আইসিসির ম্যাচ রেফারি।

পিচ কিউরেটর সালওগরের ভিডিও সামনে আসতেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিসিআই। দেখা গিয়েছিল বুকির বেশে সালগাওকরের সঙ্গে দেখা করা সাংবাদিকদের তিনি বলছেন তাঁদের চাহিদা মতো পিচ করে দেওয়া হবে। সেখানে দেখা যাচ্ছে ম্যাচের আগের দিনই আইসিসির নিয়ম ভেঙে তাদের মাঠের মধ্যে নিয়ে গিয়েছেন ৬৮ বছরের সালগাওকর। কিউরেটর হওয়ার আগে খেলেছেন মহারাষ্ট্রের হয়ে। ৬৩টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পর এই পুণের পিচকেই খারাপ আখ্যা দিয়েছিল আইসিসির ম্যাচ রেফারি।

এর পরই শোয়েবের টুইটের জবাব আসতে থাকে। যেখানে তাঁকে সমর্থন তো দুরের কথা তাঁকে পাল্টা এক হাত নেন ভারতীয়রা। সেই তালিকায় রয়েছেন স্পোর্ট অ্যাঙ্কর মায়ান্তি ল্যাঙ্গারও। তিনি লেখেন ‘‘পাকিস্তান প্লেয়াররা তো এই ব্যাপারে পিএইচডি করে ফেলেছে আর তুমি আমাদের পিচ ফিক্সিং নিয়ে জ্ঞ্যান দিচ্ছ।’’ কেউ লেখেন ‘‘তুমি অবাক কেন? এমনটা তো পাকিস্তানে হামেশাই হয়। বল ট্যাম্পারি ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং সব কিছুর ফিক্সিং।’’ কেউ বলেন ‘‘দেখুন কে এই নিয়ে কথা বলছে।’’ !! পিচ কিউরেটর সালওগরের ভিডিও সামনে আসতেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিসিআই। দেখা গিয়েছিল বুকির বেশে সালগাওকরের সঙ্গে দেখা করা সাংবাদিকদের তিনি বলছেন তাঁদের চাহিদা মতো পিচ করে দেওয়া হবে। সেখানে দেখা যাচ্ছে ম্যাচের আগের দিনই আইসিসির নিয়ম ভেঙে তাদের মাঠের মধ্যে নিয়ে গিয়েছেন ৬৮ বছরের সালগাওকর। কিউরেটর হওয়ার আগে খেলেছেন মহারাষ্ট্রের হয়ে। ৬৩টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পর এই পুণের পিচকেই খারাপ আখ্যা দিয়েছিল আইসিসির ম্যাচ রেফারি।

পিচ কিউরেটর সালওগরের ভিডিও সামনে আসতেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিসিআই। দেখা গিয়েছিল বুকির বেশে সালগাওকরের সঙ্গে দেখা করা সাংবাদিকদের তিনি বলছেন তাঁদের চাহিদা মতো পিচ করে দেওয়া হবে। সেখানে দেখা যাচ্ছে ম্যাচের আগের দিনই আইসিসির নিয়ম ভেঙে তাদের মাঠের মধ্যে নিয়ে গিয়েছেন ৬৮ বছরের সালগাওকর। কিউরেটর হওয়ার আগে খেলেছেন মহারাষ্ট্রের হয়ে। ৬৩টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পর এই পুণের পিচকেই খারাপ আখ্যা দিয়েছিল আইসিসির ম্যাচ রেফারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন