Sports News

ধোনিকে দেখে অনুশীলন ছেড়ে এগিয়ে এলেন শোয়েব মালিক

১৮ সেপ্টেম্বর এশিয়া কাপ যাত্রা শুরু করবে ভারত। প্রতিপক্ষ হংকং। পরের দিনই ভারতকে খেলতে হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। পর পর ম্যাচ নিয়ে জলঘোলা হলেও আয়োজকরা তা পরিবর্তন করতে রাজি হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩১
Share:

উদ্বোধন হয়ে গেল এশিয়া কাপ ট্রফির। ছবি: পিটিআই।

এশিয়া কাপ খেলতে ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে গিয়েছে সব দল। ভারতীয় পুরোটা না পৌঁছলেও রোহিত শর্মা, মহেন্দ্র সিংহ ধোনিরা পৌঁছে গিয়েছেন। শুক্রবার নেমেও পড়েছিলেন অনুশীলনে। সেখানেই অন্য প্রান্তে অনুশীলন করছিল পাকিস্তান দলও। ধোনিকে দেখে অনুশীলন ছেড়ে এগিয়ে এলেন পাকিস্তানের সিনিয়র প্লেয়ার শোয়েব মালিক। হাত মেলালেন। কিছুক্ষণ কথাও বললেন। শোয়েব মালিকের এই ব্যবহার আপ্লুত করেছে ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

১৮ সেপ্টেম্বর এশিয়া কাপ যাত্রা শুরু করবে ভারত। প্রতিপক্ষ হংকং। পরের দিনই ভারতকে খেলতে হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। পর পর ম্যাচ নিয়ে জলঘোলা হলেও আয়োজকরা তা পরিবর্তন করতে রাজি হয়নি। যে কারণে ভারতকে প্রথম ম্যাচ খেলার পর দিনই এশিয়া কাপে নামতে হবে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে।

বিরাট কোহালির অবর্তমানে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে অধিনায়কত্ব করেছিলেন রোহিত। তবে এশিয়া কাপ তাঁর জন্য বড় পরীক্ষার মঞ্চ হয়ে উঠতে পারে।

Advertisement

আরও পড়ুন
আমাকে বুড়ো বলা, সোশ্যাল মিডিয়ায় যোগ্য জবাব যুবরাজের

এ দিন ছয় অধিনায়ককে নিয়ে উদ্বোধন হয়ে গেল এশিয়া কাপ ট্রফির। ফেভারিট হিসেবেই নামছে ভারত। ইংল্যান্ড সফরে দলে থাকা ক্রিকেটাররা এখনও যোগ দেননি দলের সঙ্গে।পুরো দলে পেয়ে গেলে দল গুছিয়ে নিতে সুবিধে হবে অধিনায়ক রোহিত শর্মার।

এ দিন ছয় অধিনায়ককে নিয়ে উদ্বোধন হয়ে গেল এশিয়া কাপ ট্রফির। ফেভারিট হিসেবেই নামছে ভারত। ইংল্যান্ড সফরে দলে থাকা ক্রিকেটাররা এখনও যোগ দেননি দলের সঙ্গে।পুরো দলে পেয়ে গেলে দল গুছিয়ে নিতে সুবিধে হবে অধিনায়ক রোহিত শর্মার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন