Pakistan

ব্যাট দিয়ে উইকেট ভেঙে আউট শোয়েব, ভাইরাল সেই আউটের ভিডিয়ো

ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে পাক ইনিংসের হাল ধরেন শোয়েব। অদ্ভূত ভাবে হিট উইকেট হওয়ায় পঞ্চাশ হাতছাড়া করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০১৯ ১৭:৫৫
Share:

শোয়েব মালিককে রান আউট করার চেষ্টায় জোফ্রা আর্চার। মালিক আউট হয়েছেন সবাইকে হাসিয়ে। ছবি: রয়টার্স।

মারতে গিয়েছিলেন বল। তার বদলে ব্যাটের আঘাতে ভেঙে দিলেন উইকেটই।

Advertisement

স্মরণকালের মধ্যে এ ভাবে কেউ হিট উইকেট আউট হননি বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইংল্যান্ড-পাকিস্তান চতুর্থ ওয়ানডে ম্যাচে অদ্ভুত ভাবে আউট হন শোয়েব মালিক। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে মালিক ৪১ রানের ইনিংস খেলেন। কিন্তু সেই ইনিংসের পরিবর্তে মালিকের আউট হওয়ার ভঙ্গি নিয়ে চর্চা হচ্ছে বেশি। মালিকের আউটের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে পাক ইনিংসের হাল ধরেন শোয়েব। অদ্ভূত ভাবে হিট উইকেট হওয়ায় পঞ্চাশ হাতছাড়া করেন তিনি। শুধু স্টাম্পই নয়, হিট উইকেট হওয়ার সময়ে স্টাম্পের দুটো বেলও ব্যাট দিয়ে ছিটকে দেন মালিক। পাক-ইনিংসের ৪৭ তম ওভারে ইংল্যান্ডের পেসার মার্ক উডের বল তাঁর কাছে পৌঁছনোর আগেই ব্যাকফুটে লেট কাট মারতে যান শোয়েব। ব্যাটে বলে ঠিকঠাক হয়নি। তার বদলে শট খেলতে গিয়ে মালিক ব্যাট দিয়ে উইকেটই ভেঙে দেন। স্লোয়ার ডেলিভারি করেছিলেন মার্ক উড। সেই বল বুঝে উঠতে পারেননি মালিক।

Advertisement

আরও খবর: ভাগ্য খুলল না পন্থের, ফিট কেদার বিশ্বকাপের আগেই যোগ দিচ্ছেন দলের সঙ্গে

আরও খবর: ইংরেজ ব্যাটসম্যানদের বেদম মারে বোধোদয়, পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন তারকা পেসার

এর আগে ২০০৩ সালে আরও একবার হিট উইকেট হন শোয়েব। দু’ বার হিট উইকেট করে আউট হন কুমার সঙ্গকারা, অ্যালান বর্ডার, মিসবা উল-হক। তাঁদের সঙ্গে একই বন্ধনীতে এখন শোয়েব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন