Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Pakistan

ইংরেজ ব্যাটসম্যানদের বেদম মারে বোধোদয়, পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন তারকা পেসার

কোচ মিকি আর্থার, অধিনায়ক সরফরাজ এবং ইনজি তারকা ক্রিকেটারের দ্রুত আরোগ্যের ব্যাপারে আত্মবিশ্বাসী।

ফেরানো হচ্ছে তারকা বোলারকে। — ফাইল চিত্র।

ফেরানো হচ্ছে তারকা বোলারকে। — ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ১৮:১১
Share: Save:

ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ব্যাটসম্যানদের হাতে প্রবল মার হজম করছেন পাকিস্তানের বোলাররা। পাক বোলারদের হতশ্রী পারফরম্যান্সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাঁ হাতি পেসার মহম্মদ আমেরকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হল।

ইংল্যান্ডের মাটিতে এখন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তান করেছিল পাহাড়প্রমাণ ৩৫৮ রান। জবাবে ব্যাট করতে নেমে পাক-বোলারদের যথেচ্ছ মেরে ৩১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। দলের বোলিং শক্তির বেহাল অবস্থা দেখার পরেই আমেরকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আমেরের অন্তর্ভুক্তি পাকিস্তানের বোলিং শক্তি বাড়াবে, এ ব্যাপারে কোনও সন্দেহই নেই বিশেষজ্ঞদের। বিশ্বকাপ খেলার ক্ষেত্রে আমেরের শারীরিক অবস্থা অন্তরায় হতে পারে। পাকিস্তানের বাঁ হাতি পেসার এখন জলবসন্তে আক্রান্ত। একটি সূত্রে শোনা যাচ্ছে, আমেরকে নেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্টের সঙ্গে সহমত পোষণ করেছেন মুখ্য নির্বাচক ইনজামাম উল হক।

আরও খবর: আইপিএলের নিক্তিতে কী অবস্থা ভারতের বিশ্বকাপ দলের? রইল মার্কশিট

আরও খবর: মইন আলির কাছে মার খেয়ে কেঁদেছিলেন কেন, মুখ খুললেন কুলদীপ

কোচ মিকি আর্থার, অধিনায়ক সরফরাজ এবং ইনজি আমেরের দ্রুত আরোগ্যের ব্যাপারে আত্মবিশ্বাসী। বিশ্বকাপ শুরু ৩০ মে। তার আগেই আমের সুস্থ হয়ে উঠতে পারবেন কি না, সেই ব্যাপারে পুরোদস্তুর নিশ্চিত হতে চান ইনজি। বাঁ হাতি পেসার সেরে উঠলে পাকিস্তানের জার্সি পরে মাঠে নামতে সমস্যা নেই আমেরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohammad Amir Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE