মেয়েদের প্রিমিয়ার লিগে নজির গড়েছেন নন্দিনী শর্মা। দিল্লি ক্যাপিটালসের জোরে বোলার রবিবার হ্যাটট্রিক করেছেন গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে। ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। দলকে জেতাতে না পারলেও ব্যক্তিগত কীর্তি গড়েছেন নন্দিনী।
নিজের শেষ ওভারে পর পর তিন বলে কণিকা আহুজা, রাজেশ্বরী গায়কোয়াড় এবং রেণুকা সিংহ ঠাকুরকে আউট করে দিল্লি ক্যাপিটালসের প্রথম বোলার হিসাবে ডব্লিউপিএলে নজির গড়েছেন। চতুর্থ বোলার হিসাবে ডব্লিউপিএলে হ্যাটট্রিক করেছেন। রবিবার রাতে এই কীর্তি গড়ার পর আলোচনায় উঠে এসেছেন চণ্ডীগড়ের ২৪ বছরের ক্রিকেটার।
ভারতের প্রতিশ্রুতিমান জোরে বোলারদের মধ্যে অন্যতম নন্দিনী। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে ভাল ফর্মে রয়েছেন বেশ কিছু দিন ধরে। চণ্ডীগড় এবং উত্তরাঞ্চলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। মহিলাদের জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতাতেও ভাল পারফর্ম করেছিলেন। তা দেখেই নিলামে নন্দিনীকে ২০ লাখ টাকায় কেনেন সৌরভ গঙ্গোপাধ্যায়েরা। মূলত জোরে বোলার হলেও নন্দিনীর ব্যাটের হাত খারাপ নয়।
হ্যাটট্রিক করার কৃতিত্ব নন্দিনী দিয়েছেন দিল্লির অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ় এবং ওপেনার শেফালি বর্মাকে। দুই সিনিয়ক সমানে তাঁকে ভাল বল করার উৎসাহ দিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন ২৪ বছরের বোলার। প্রথম ওভার বল করার পর লাইন এবং লেংথের ব্যাপারেও পরামর্শ দেন তাঁরা। নন্দিনী বলেছেন, ‘‘আমি শুধু নির্দিষ্ট জায়গায় বল করার কথা ভেবে গিয়েছি। প্রতিটা বলের আগে জেমাইমা এবং শেফালি আমার সঙ্গে কথা বলেছে। উৎসাহ দিয়েছে। আমার বিশেষ কোনও পরিকল্পনা ছিল না। শুধু উইকেটে বল করে যাওয়ার চেষ্টা করেছি। ওরা বার বার বলছিল, উইকেট পেতে পারি। তবে হ্যাটট্রিক করব, এতটা আমি ভাবিনি।’’
আরও পড়ুন:
নন্দিনী আরও বলেছেন, ‘‘প্রথম ওভারের পর বুঝতে পারি সমস্যা হচ্ছে। আমার স্টক বলগুলোও ব্যাটারেরা ধরে ফেলছে। তাই বলে একটু বৈচিত্র আনার চেষ্টা করেছিলাম। কপাল ভাল, তাতে লাভ হয়েছে। আমার মা, ভাই এবং কয়েক জন বন্ধু খেলা দেখতে মাঠে এসেছিল। পরিবারের বাকিরা বাড়িতে টেলিভিশনে খেলা দেখেছে। বাড়ির সবাইকে আমি পাশে পাই। তাই নিশ্চিন্তে ক্রিকেট খেলতে পারি।’’
নন্দিনীর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ইসি ওং, ইউপি ওয়ারিয়র্জ়ের হয়ে গ্রেস হ্যারিস এবং দীপ্তি শর্মা হ্যাটট্রিক করেছেন ডব্লিউপিএলে। দিল্লির হয়ে প্রথম ম্যাচেও ভাল বল করেছিলেন নন্দিনী। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ ওভার বল করে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। ডব্লিউপিএলের দু’ম্যাচে ৭ উইকেট হল তাঁর।