ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে শিথিলতার সুযোগ নিয়ে হঠাৎ ময়দানে পাকিস্তান। বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি পাকিস্তানের মাটিতে খেলার প্রস্তাব দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ। সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে লিটন দাসদের ভারতে না পাঠাতে। সেই নির্দেশ মতো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে আবেদন করেছে বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। বাংলাদেশের এই অনুরোধ মানতে নারাজ জয় শাহের আইসিসি। অনড় বিসিবিও।
দু’পক্ষের দড়ি টানাটানির মধ্যে হঠাৎ আসরে পিসিবি। বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি পাকিস্তানের মাটিতে খেলার প্রস্তাব দিয়েছেন পিসিবি প্রধান নকভি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিসিবি কর্তাদের বার্তা দিয়েছেন নকভি। বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যেতে না চাইলে পাকিস্তানে আসতে পারে। বাংলাদেশ দলের জন্য মাঠ প্রস্তুত রাখা হবে। প্রয়োজনীয় সব সুযোগ সুবিধাও পাবে বাংলাদেশ দল। যদিও পিসিবি এ ব্যাপারে সরকারি ভাবে কিছু জানায়নি। বাংলাদেশের তরফেও এমন কিছু বলা হয়নি। বিসিবি কর্তারা এখনও আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ রয়েছে ভারতে। তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায়। একটি মুম্বইয়ে। এই ম্যাচগুলি নিয়েই জটিলতা তৈরি হয়েছে মুস্তাফিজুর বিতর্কের জেরে। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল দেশের ক্রিকেটের ভবিষ্যৎ স্বার্থ রক্ষা করে বিসিবিকে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। সে কারণে বিসিবির অন্যতম পরিচালক এম নাজমুল ইসলাম সমাজমাধ্যমে তামিমকে ‘ভারতের দালাল’ বলে কটাক্ষ করে নতুন বিতর্ক তৈরি করেছেন। এই বিতর্কে তামিমের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা। তাঁদের দাবি, নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
বাংলাদেশের ক্রিকেটমহল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দ্বিধা বিভক্ত, তখনই আসরে পাকিস্তান। বিশ্বকাপের আয়োজক যুগ্ম ভাবে ভারত এবং শ্রীলঙ্কা। তবুও সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের স্বপ্ন দেখছেন নকভিরা।