এফএ কাপের ম্যাচে জয় পেল আর্সেনাল। হ্যাটট্রিক করলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। বড় ব্যবধানে জিতল চেলসিও। তবে ব্রাইটনের কাছে হেরে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
স্পোর্টসমাউথকে ৪-১ ব্যবধানে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেল আর্সেনাল। যদিও ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে তারা। ৩ মিনিটের মাথায় গোল করে স্পোর্টসমাউথকে এগিয়ে দেন কোলবে বিশপ। ৫ মিনিট পরেই সমতায় ফেরে আর্সেনাল। স্পোর্টসমাউথের আন্দ্রে ডোজ়েল আত্মঘাতী গোল করে বসেন। সমতায় ফেরার পর আর আর্সেনালকে আটকাতে পারেনি স্পোর্টসমাউথ। ২৫ মিনিটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মার্তিনেল্লি। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আরও দু’টি গোল করে আর্সেনালের জয় নিশ্চিত করেন মার্তিনেল্লি। নিজের দ্বিতীয় গোল করেন ৫১ মিনিটে। এর পর ৭২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
চার্লটন অ্যাথলেটিক্সের বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জয় পেল চেলসি। তাদের হয়ে গোল করেন জোরেল হ্যাটো, তোসিন আদারাবিওয়ো, মার্ক গুইয়ু, পেদ্রো নেতো এবং পেনাল্টি থেকে এন্সো ফের্নান্দেস। অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-১ ব্যবধানে হারাল অ্যাস্টন ভিলা। এমি বুয়েন্দিয়া এবং মর্গ্যান রজার্সের গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। দ্বিতীয়ার্ধে টটেনহ্যামের হয়ে একটি গোল শোধ করেন উইলসন ওডোবার্ট।
আরও পড়ুন:
বিদায় নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ব্রাইটনের কাছে হারল তারা। অন্তর্বর্তী কোচ ড্যারেন ফ্লেচারের দল ৬৪ মিনিটের মধ্যে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে। ১২ মিনিটে ব্রাইটনের হয়ে প্রথম গোল করেন ব্রজন গ্রুডা। দলের হয়ে ৬৪ মিনিটে দ্বিতীয় গোল ড্যানি ওয়েলব্যাকের। ৮৫ মিনিটে ম্যান ইউয়ের হয়ে ব্যবধান কমান বেঞ্জামিন সেকো। তাতে লাভ কিছু হয়নি। ম্যাচের শেষ মিনিটে লাল কার্ড দেখেন ম্যাঞ্চেস্টারের শিয়া ল্যাসি। ষষ্ঠ ডিভিশনের ক্লাব ম্যাকলসফিল্ড হারিয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।