১২ বছর পর ভারতে এল ফুটবল বিশ্বকাপের ট্রফি। রীতি মেনে বিশ্বকাপের আগে বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয় আসল ট্রফি। এ বার তালিকায় রয়েছে ভারতও। তিন দিনের সফরে ভারতে এসেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। দিল্লিতে ফিফার ট্রফি ট্যুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ছিলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার গিলবার্তো ডি সিলভা।
বিশ্বকাপের ট্রফি দিল্লিতে থাকবে দু’দিন। এক দিনের জন্য যাবে গুয়াহাটিতে। বিশ্বকাপ ট্রফি সফরে নেই ভারতীয় ফুটবলের অন্যতম প্রাণকেন্দ্র কলকাতা। অর্থাৎ দেশের শুধু দু’টি শহরের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের ট্রফি দেখার সুযোগ পাবেন। তবে বিশ্বকাপের ট্রফি ট্যুর নিয়ে কল্যাণ এবং মাণ্ডবীয়ের মাতামাতি দেখে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীদের একাংশ। কারণ ভারতীয় ফুটবলের অন্ধকার ভবিষ্যৎ।
এ বার কোনও রকমে আইএসএল আয়োজন করছে ফেডারেশন। এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর আইএসএলের জন্য কোনও স্পনসরের ব্যবস্থা করতে পারেননি কল্যাণেরা। অন্য দিকে, আইএসএল নিয়ে সংবাদিক বৈঠকে মোহনবাগান এবং ইস্টবঙ্গেলের মতো ঐতিহ্যশালী ক্লাবের নাম ঠিক করে উচ্চারণ করতে পারেননি মাণ্ডবীয়। বলেছিলেন, মোহনবেগন এবং ইস্টবেগন। তার মধ্যেই বিশ্বকাপের ট্রফি নিয়ে তাঁদের মাতামাতি দেখে ক্ষুব্ধ ফুটবলবপ্রেমীদের একাংশ।
আরও পড়ুন:
আগামী ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয় হবে বিশ্বকাপ। মোট ৪৮টি দেশ এ বার মূলপর্বে খেলবে। চারটি করে দল নিয়ে ১২টি গ্রুপ তৈরি করা হয়েছে। আগামী বিশ্বকাপেই সম্ভবত শেষ বার দেখা যাবে লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।