cricket

মিতালিরা যেন বিরাটদের মত ‘লোভী’ না হয়! শোভার মন্তব্যে ঝড়

বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। সেই শোভা দে-ই আবার বিতর্কে জড়ালেন ভারতীয় ক্রিকেট দলের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ১৮:০৩
Share:

টুইট করে ফের বিতর্কে শোভা দে।

লেখিকা হিসেব তিনি যতটা সফল, ঠিক ততটাই বিতর্ক প্রবন। বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। সেই শোভা দে-ই আবার বিতর্কে জড়ালেন ভারতীয় ক্রিকেট দলের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে।

Advertisement

আরও পড়ুন: বিরাটদের অপেক্ষায় চায়নাম্যান চমক

মঙ্গলবার ভারতীয় মহিলা দলের সম্পর্কে নিজের টুইটার হ্যাডেলে শোভা লেখেন “হে ভগবান! আমাদের অসাধারণ এই মহিলা ক্রিকেটারদের বানিজ্যিকীকরন এবং লোভ থেকে রক্ষা করুন যা আমাদের পুরুষ টিমের অনেকের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।” ! আর এই বিতর্কিত টুইটের পরই একের পর এক এক টুইটে ট্রোলড হতে থাকেন শোভা।

Advertisement

আর এই বিতর্কিত টুইটের পরই একের পর এক এক টুইটে ট্রোলড হতে থাকেন শোভা।

মঙ্গলবার ভারতীয় মহিলা দলের সম্পর্কে নিজের টুইটার হ্যাডেলে শোভা লেখেন “হে ভগবান! আমাদের অসাধারণ এই মহিলা ক্রিকেটারদের বানিজ্যিকীকরন এবং লোভ থেকে রক্ষা করুন যা আমাদের পুরুষ টিমের অনেকের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।” !

আরও পড়ুন: ইউএস ওপেনের প্রস্তুতি নিতে রাজার্স কাপে ফেডেক্স

এক জন শোভার টুইটকে ব্যাঙ্গ করে লিখেছেন “হে ভগবান! বেকার এবং কর্মহীন তৃতীয় শ্রেণির লেখিকার হাত থেকে আমাদের মহিলা ক্রিকেটারদের রক্ষা করুন।” ! আর এক জন লেখেন “যদি আপনি আপনার লেখা দিয়ে কোটি টাকা রোজগার করেন তা হলে সেটা ভাল। কিন্তু যদি আমাদের ছেলেরা বিজ্ঞপনী প্রচার দিয়ে কোটি টাকা রোজগার করে তাহলে সেটা পাপ।” ' ' ' !

আর এক জন লেখেন “যদি আপনি আপনার লেখা দিয়ে কোটি টাকা রোজগার করেন তা হলে সেটা ভাল। কিন্তু যদি আমাদের ছেলেরা বিজ্ঞপনী প্রচার দিয়ে কোটি টাকা রোজগার করে তাহলে সেটা পাপ।”

এক জন শোভার টুইটকে ব্যাঙ্গ করে লিখেছেন “হে ভগবান! বেকার এবং কর্মহীন তৃতীয় শ্রেণির লেখিকার হাত থেকে আমাদের মহিলা ক্রিকেটারদের রক্ষা করুন।” ! আর এক জন লেখেন “যদি আপনি আপনার লেখা দিয়ে কোটি টাকা রোজগার করেন তা হলে সেটা ভাল। কিন্তু যদি আমাদের ছেলেরা বিজ্ঞপনী প্রচার দিয়ে কোটি টাকা রোজগার করে তাহলে সেটা পাপ।” ' ' ' !

আর এক জন লেখেন “যদি আপনি আপনার লেখা দিয়ে কোটি টাকা রোজগার করেন তা হলে সেটা ভাল। কিন্তু যদি আমাদের ছেলেরা বিজ্ঞপনী প্রচার দিয়ে কোটি টাকা রোজগার করে তাহলে সেটা পাপ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement