ফের ডার্বি পেয়ে খুশি শিলিগুড়ি

বারো ফেব্রুয়ারির পর আবার নয়ই এপ্রিল! আই-লিগের ফিরতি ডার্বিতে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামই হচ্ছে মোহনবাগানের হোম-গ্রাউন্ড। মঙ্গলবার বিকেলে সেই খবর শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের থেকে জানতে পেরে উচ্ছ্বসিত উত্তরবঙ্গের সবুজ-মেরুনের সমর্থকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৩:৪৪
Share:

দিন-গোনা: আবার এই ছবি দেখতে মুখিয়ে শিলিগুড়ি। ফাইল চিত্র

বারো ফেব্রুয়ারির পর আবার নয়ই এপ্রিল!

Advertisement

আই-লিগের ফিরতি ডার্বিতে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামই হচ্ছে মোহনবাগানের হোম-গ্রাউন্ড। মঙ্গলবার বিকেলে সেই খবর শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের থেকে জানতে পেরে উচ্ছ্বসিত উত্তরবঙ্গের সবুজ-মেরুনের সমর্থকেরা। খুশি লাল হলুদ ফ্যানেরাও। তাঁরা বলছেন, ফের একটি দারুণ ম্যাচ উপভোগ করতে প্রতীক্ষার পালা শুরু হল।

কর্মকর্তাদের কাছে পরিচিতদের অনেকেই আবার টিকিটের দাম নাগালের মধ্যে রাখার আর্জিও জানিয়েছেন। ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও তাঁদের আশ্বাস দিয়েছেন। শেষ ডার্বিতে সংগঠন ইস্টবেঙ্গল টিকিটের দাম বেশি রাখলেও এ বার তাঁরা কমাচ্ছেন। তা ছাড়া হোম ম্যাচের সংগঠক মোহনবাগান হলেও আয়োজনের পুরো দায়িত্ব নিচ্ছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ কর্তৃপক্ষই।

Advertisement

ইস্টবেঙ্গল-লাজং ম্যাচের দায়িত্বও তাঁরা নিয়েছিলেন। কিন্তু ওই ম্যাচে ভিড় ডার্বির মতো না-হওয়ায় তাদের কয়েক লক্ষ টাকা লোকসানের মুখে পড়তে হয় বলে দাবি। ঘাটতি মেটাতেই এ বার ডার্বির আয়োজনের দায়িত্ব নিজেদের হাতে নিতে চান তারা।

প্রাথমিক কথাবার্তার পর আলোচনার ডাক পেয়ে সোমবার কলকাতায় যান মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপরতন ঘোষ, ক্রীড়া পরিষদের সদস্য তথা মোহনবাগান ক্লাবের প্রাক্তন সদস্য অরূপ মজুমদার এবং ক্রীড়া পরিষদের ক্রিকেটের সহসচিব মনোজ বর্মারা। মোহন কর্তাদের সঙ্গে বৈঠকে এ দিন ম্যাচের আয়োজনের সামগ্রিক বিষয়টি চূড়ান্ত হয়।

তবে ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড শিলিগুড়িতে খেলা নিয়ে সমর্থকদের একটা অংশের আপত্তি ছিল। এ দিন মোহন-তাঁবুতে বসে অরূপরতন অবশ্য বলেন, ‘‘মোহনবাগান সমর্থকদের কোনও অসুবিধা হবে না। সব ব্যবস্থা আমরা করব।’’

তিনি আরও বলেন, ‘‘টিকিটের দাম শেষ ডার্বির চেয়ে কম রাখা হবে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কর্মকর্তারা জানাবেন তাদের কত টিকিট লাগবে।’’ প্রাথমিক ভাবে ভাবা হয়েছে ভিভিআইপি গ্যালারির টিকিট ৫০০ টাকাই থাকছে। বাকি টিকিটের দাম ৩০০, ২০০ এবং ১০০ টাকা হবে। কলকাতার উৎসাহীদের জন্য মোহনবাগান তাঁবু থেকেই লাল-হলুদ এবং সবুজ-মেরুন গ্যালারির টিকিট বিক্রি হবে। ৩ এপ্রিল থেকেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট বিক্রি হবে।

শিলিগুড়িতে ডার্বিকে ঘিরে পর্যটন বিকাশের আশা দেখছিলেন বিভিন্ন ভ্রমণ সংস্থার কর্মকর্তা থেকে হোটেল ব্যবসায়ীরা। ফিরতি ডার্বিও শিলিগুড়িতে হচ্ছে জেনে খুশি তাঁরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement