(ছবি রয়টার্স)
সিমোন বাইলস আবার মানুষ থেকে অতিমানব। সোমবার ব্যালান্স বিমে ব্যালান্স হারিয়ে ব্রোঞ্জে সন্তুষ্ট থাকতে হয়েছিল মার্কিন জিমন্যাস্টকে। যাঁকে বিশ্বসেরা জিমন্যাস্ট বলে ডাকা হচ্ছে। প্রমাণ হয়ে গিয়েছিল যে, তিনিও মানুষ। মঙ্গলবার ফ্লোরের ফাইনালে সোনা জিতে অনন্য রেকর্ড করলেন বাইলস। তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম মেয়ে জিমন্যাস্ট যিনি এক অলিম্পিক্সে চারটি সোনা জিতলেন।