সিন্ধুর বছর শুরু সাইনাকে হারিয়ে

দুরন্ত জয় দিয়ে নতুন বছর শুরু করলেন পি ভি সিন্ধু। তাও আবার সতীর্থ সাইনা নেহওয়ালকে হারিয়ে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০৩:৩৪
Share:

মুখোমুখি: পিবিএলের দ্বৈরথে সাইনা-সিন্ধু। মঙ্গলবার পুণেয়। টুইটার

দুরন্ত জয় দিয়ে নতুন বছর শুরু করলেন পি ভি সিন্ধু। তাও আবার সতীর্থ সাইনা নেহওয়ালকে হারিয়ে।
প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে মঙ্গলবার সিন্ধুর হায়দরাবাদ হান্টার্সের বিরুদ্ধে লড়াই ছিল সাইনার নর্থ ইস্টার্ন ওয়ারিয়র্সের। দুই ভারতীয় তারকার দ্বৈরথ নিয়ে তুমুল আগ্রহ ছিল পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় গত দু’ম্যাচে সিন্ধু আবার সুং জি হিউন এবং বেইওয়ান ঝ্যাং-এর বিরুদ্ধে হেরে গিয়েছিলেন। ফলে জয়ে ফিরতে মরিয়া হয়ে ছিলেন বছর শেষের ওয়ার্ল্ড টুর ফাইনাল চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত সিন্ধু লক্ষ্যে সফল হন ১১-১৫, ১৫-৯, ১৫-৫ ফলে সাইনাকে হারিয়ে।
সাইনা অবশ্য এর আগে দলের তিনটি ম্যাচে নামতে পারেননি চোট থাকায়। ফলে তাঁর ফিটনেস নিয়ে একটা প্রশ্ন ছিলই। ম্যাচে তাঁকে পুরোপুরি সুস্থও মনে হয়নি। যখনই লম্বা র‌্যালি হয়েছে ম্যাচে, সাইনাকে কিছুটা ক্লান্ত লাগছিল। তাও সাইনা ৭-১০ থেকে ঘুরে দাঁড়িয়ে টানা সাতটি পয়েন্ট তুলে নিয়ে প্রথম গেম দখল করে নেন। দেখিয়ে দেন প্রাক্তন বিশ্বের এক নম্বর সহজে লড়াই ছাড়বেন না। দ্বিতীয় গেমে অবশ্য সিন্ধু সাইনাকে সেভাবে সুযোগ না দিয়ে সমতা ফেরান। খেলা গড়ায় তৃতীয় গেমে।
সাইনাকে বেশ ক্লান্তই লাগছিল তখন। সেই সুযোগের ফায়দা নিয়ে দাপট দেখান সিন্ধু। সহজে জিতে নেন গেম। সিন্ধুর এই জয়ে তাঁর দল ৩-১ এগিয়ে যায়। শেষ পর্যন্ত হায়দরাবাদ হান্টার্স টাই জেতে ৫-০। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় সিন্ধুর দল এখন শীর্ষে। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। সমসংখ্যক ম্যাচে আট পয়েন্ট নিয়ে সাইনারা আছেন ষষ্ঠ স্থানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement