India's Poor Performance in Hockey

ছ’ম্যাচে ছয় হার ভারতের, হকির প্রো-লিগে হতাশ করছে ক্রেগ ফুলটনের দল

হকির প্রো-লিগে খারাপ ফর্মে রয়েছে ভারত। ছ’টা ম্যাচের মধ্যে ছ’টাতেই হেরেছে তারা। রবিবার অস্ট্রেলিয়ার কাছে ২-৩ গোলে হারতে হয়েছে ক্রেগ ফুলটনের ছেলেদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ২০:৪২
Share:

হরমনপ্রীত সিংহ না থাকায় প্রো-লিগে ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন মনপ্রীত সিংহ। ছবি: সমাজমাধ্যম।

জিততে কি ভুলে গিয়েছে ভারত? হকির প্রো-লিগে খারাপ ফর্মে রয়েছে তারা। ছ’টা ম্যাচের মধ্যে ছ’টাতেই হেরেছে ভারত। রবিবার অস্ট্রেলিয়ার কাছে ২-৩ গোলে হারতে হয়েছে ক্রেগ ফুলটনের ছেলেদের। কেন এই খারাপ হাল দলের?

Advertisement

গত দুই অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী দলের এই ফল অবাক করার মতো। এমন নয় যে বাজে খেলছে তারা। এমন নয় যে গোল করতে পারছে না ভারত। কিন্তু তারা হেরে যাচ্ছে। প্রতিটা ম্যাচে ১ গোলের ব্যবধানে হেরেছে ভারত। তার থেকেই বোঝা যাচ্ছে, অল্পের জন্য জয় আসছে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটাই দেখা গিয়েছে। এগিয়ে গিয়েও জিততে পারেনি ভারত।

আগের পাঁচটা ম্যাচ ভাল খেলে হারলেও রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হকি হতাশ করেছে। হতে পারে শুরুতে তারা এগিয়ে গিয়েছিল, কিন্তু এক বারও তাদের খেলা দেখে মনে হয়নি যে অস্ট্রেলিয়াকে তারা হারাতে পারবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুতে পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু তা রক্ষা করতে পারেনি তারা। দু’মিনিটের মধ্যে জোড়া গোল করে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যান মার্কিংয়ের পরিকল্পনা করেছিলেন ফুলটন। সেটা করতে গিয়ে একটা ভুল করে ফেলেন তিনি। অস্ট্রেলিয়াকে বেশি জায়গা দিয়ে দেন। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের যা গতি তাতে সেই সুযোগ কাজে লাগাতে সমস্যা হয়নি। এক বার এগিয়ে যাওয়ার পর আর অস্ট্রেলিয়াকে ধরতে পারেনি ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটা গোল করে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে ভারত এক গোল শোধ করে বটে, কিন্তু জিততে পারেনি।

আগের ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে ২-৩ গোলে হেরেছিল ভারত। সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর হারতে হয়েছিল তাদের। তার পরেও দলের কোচ স্বীকার করেননি যে তাঁরা খারাপ খেলেছেন। ফুলটন বলেছিলেন, “আমার মনে হয় আমরা ভালই খেলেছি। সুযোগ পেয়েছি। গোল করেছি। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি। এই ম্যাচ থেকে অনেক শিক্ষা পেয়েছি। সেই শিক্ষা পরের ম্যাচে কাজে লাগাব।” কিন্তু আদতে দেখা গেল, কোনও শিক্ষা নিতে পারেনি ভারত। টানা হাফডজন হারের ধাক্কা খেতে হয়েছে তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement