Sports News

মেয়েদের বিশ্বকাপে ক্যারিবিয়ানদের হারিয়ে দ্বিতীয় জয় ভারতের

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের ৭ উইকেটে হারিয়ে লিগ তালিকায় দুই নম্বরে উঠে এল মিতালিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ করার পর আজকের ম্যাচেও অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ২৩:২২
Share:

ম্যাচ জয়ের কারিগর স্মৃতি মান্ধানা।

ওয়েস্ট ইন্ডিজ ১৮৩/৮ (৫০ ওভার)

Advertisement

ভারত ১৮৬/৩ (৪২.৩ ওভার)

বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে দুরমুশ করার পর দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল ভারতীয় মহিলা দল।

Advertisement

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের ৭ উইকেটে হারিয়ে লিগ তালিকায় দুই নম্বরে উঠে এল মিতালিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ করার পর আজকের ম্যাচেও অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। ১০৮ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মান্ধানা। তাঁর ইনিংসে রয়েছে ১৩ টি চার এবং ২ টি বিশাল ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক মিতালি রাজ (৪৬)।

টনটন-এর মাঠে এ দিন টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠান মিতালি। তবে ভারতীয় বোলিং-এর দাপটে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৮৩ রানে শেষ হয় ক্যারিবিয় ইনিংস। ভারতের হয়ে দীপ্তি শর্মা, হরমনপ্রিত কউর এবং পুনম যাদব ২ টি করে উইকেট নেন।

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে চান ভেঙ্কটেশ

১০৮ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা মান্ধানা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় মহিলা দল। এর পর ইনিংসের হাল ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা এবং মিতালি রাজ। চাপ কাটিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা চালিয়ে যান মান্ধানা। সেঞ্চুরি করে ম্যাচ জেতানোর পাশাপাশি ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন তিনি। ৪২.৩ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় মিতালি অ্যাণ্ড কোং।

এ দিনের জয়ের পর বিশ্বকাপ লিগ টেবিলে দুই নম্বরে উঠে এল ভারতীয় দল। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ভারতের পরের ম্যাচ ২ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন