India vs Australia. Ranchi

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে যে নজির গড়লেন স্মিথ-কোহালিরা

ভীষণ নার্ভাস ছিলাম! ম্যাচের শেষে স্টিভেন স্মিথের এমন মন্তব্য বুঝিয়ে দিচ্ছে রাঁচীর তৃতীয় টেস্ট কতখানি মরণ বাঁচন লড়াই ছিল। বিরাট কোহালিদের কাছেও কার্যত এক নিয়ম খাটে। কারণ তিনটি টেস্টে এখন দুই দেশই দু’নৌকায় পা দিয়ে আছে। ফস্কালেই বিপদ! প্রথম দুটো টেস্টে তো পাঁচ দিনই খেলতে পারেনি দুই দলই।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৯:০৭
Share:
০১ ০৫

এখনও পর্যন্ত সিরিজের লম্বা পার্টনারশিপের নজির তৈরি হল এই টেস্টে। চেতেশ্বর পূজারা এবং ঋদ্বিমান সাহা মিলে ৪৬৬ বল খেলে ১৯৯ রান করেন।

০২ ০৫

ঘরের মাঠে সেরা বোলিং গড়ের তালিকায় পাঁচ নম্বরে চলে এলেন রবীন্দ্র জাডেজা। তাঁর বোলিং গড় ছিল ১৯.৮৭। দুই ইনিংসে মিলে ৯ উইকেট নেন তিনি। ওই তালিকায় ১৮.০৮ বোলিং গড় নিয়ে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জিম ল্যাকার।

Advertisement
০৩ ০৫

রবীন্দ্র জাডেজা এই সিরিজে ৩ বার অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে আউট করেছেন।

০৪ ০৫

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেতেশ্বর পূজারার দ্বিতীয় ডবল সেঞ্চুরি করে সচিন এবং লক্ষ্মনের জায়গায় চলে এলেন।

০৫ ০৫

চেতেশ্বর পূজারা (৫০০) সবচেয়ে বেশি বল খেলে ভারতীয় ক্রিকেটারদের ছাপিয়ে গেলেন। এর আগে রাহুল দ্রাবিড়ের রেকর্ড ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement