বাগান দল নিয়ে কোচের সঙ্গে আলোচনা সনির

সনি নর্ডিকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল-সহ আই লিগের যে টিমই হাত বাড়াক, তিনি যে এ মরসুমেও সবুজ-মেরুন জার্সিই পরবেন সেটা আরও পরিষ্কার হয়ে গেল সোমবার। একটি ফোনে। সনির আইএসএল টিম মুম্বই সিটি এফসি সেমিফাইনালে আটলেটিকো দে কলকাতার সামনে পড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০৩:৪২
Share:

সনি নর্ডিকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল-সহ আই লিগের যে টিমই হাত বাড়াক, তিনি যে এ মরসুমেও সবুজ-মেরুন জার্সিই পরবেন সেটা আরও পরিষ্কার হয়ে গেল সোমবার।

Advertisement

একটি ফোনে।

সনির আইএসএল টিম মুম্বই সিটি এফসি সেমিফাইনালে আটলেটিকো দে কলকাতার সামনে পড়েছে। তাই কয়েক দিনের মধ্যে হাইতি স্ট্রাইকার চলে আসবেন শহরে সেই ম্যাচ খেলতে। তার আগে এ দিন মুম্বইয়ের অনুশীলন শেষ হওয়ার পর মোহনবাগান কোচ সঞ্জয় সেনকে ফোন করেন সনি। জানতে চান, ‘‘আমাদের (মোহনবাগান) টিম কেমন হচ্ছে? জেজের সই হয়ে গিয়েছে কি না? কোন কোন প্লেয়ার সই করছে এ বার?’’ বাগান কোচ তাঁর সঙ্গে টিম নিয়ে আলোচনার পরে পাল্টা বলেন, ‘‘গত বারের চেয়েও ভাল দল গড়ার চেষ্টা করছেন ক্লাব কর্তারা। টিম প্রায় তৈরি। দু’-একটা জায়গায় নতুন কয়েক জনকে নেওয়ার চেষ্টা হচ্ছে।’’ যা থেকে স্পষ্ট, আইএসএলের শেষ পর্বে পৌঁছে মোহনবাগানকে নিয়েও ভাবতে শুরু করে দিয়েছেন সনি।

Advertisement

বাগানকে আই লিগ দেওয়া কোচ সঞ্জয় এ দিন বললেন, ‘‘সনি ফোন করেছিল। টিম নিয়ে জানতে চাইছিল। মাঝেমধ্যেই আমাদের মধ্যে ফোনে কথা হয়। নানা পরামর্শ দিই।’’ ইস্টবেঙ্গল এখনও বিদেশি ফুটবলার খুঁজে চলেছে আই লিগের জন্য। বাগানের সেই সমস্যা নেই। সনি, ডারেল ডাফি, কাতসুমির সঙ্গে চতুর্থ বিদেশি হিসেবে লুসিয়ানো সাব্রোসার সঙ্গে কথা বলে রেখেছেন সবুজ-মেরুন কর্তারা। তবে লুসিয়ানো যে নিশ্চিত সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ তাঁর জায়গায় ক্লাব কর্তাদের নির্দেশে আইএসএলের দু’জন বিদেশি স্টপারও বেছেছেন কোচ সঞ্জয়। তাঁদের সঙ্গে বাগানের কথা অনেক দূর এগিয়েছে বলে খবর। আর্থিক চুক্তিতে পোষালে যে কোনও এক জনকে নেওয়া হবে সাব্রোসার জায়গায়। এ দিকে বাগান সূত্রের আরও খবর, দিন চারেক আগে নাকি কলকাতায় এসে সবুজ-মেরুনে আরও এক মরসুম খেলার জন্য পাকা কথা বলে গিয়েছেন দেশের অন্যতম সেরা ফরোয়ার্ড জেজে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন