Sourav Ganguly

কোচ শাস্ত্রীতে আপত্তি নেই সৌরভের

সোমবার কোচ বাছাইয়ের ইন্টারভিউয়ের পর সৌরভ সাংবাদিকদের জানিয়েছিলেন, আরও দু-তিনদিন পর কোচের নাম ঘোষণা করতে চায় বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি, যাতে তিনি ছাড়াও সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ রয়েছেন।

Advertisement

রাজীব ঘোষ

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ২২:১২
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়।-ফাইল চিত্র

রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচ হয়ে আসায় কোনও আপত্তি নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বুধবার সন্ধ্যায় তিনি আনন্দবাজার-কে ফোনে সাফ জানিয়ে দিলেন, ‘‘আমার কেন রবি কোচ হয়ে আসা নিয়ে আপত্তি থাকবে? আমি তো আর মাঠে নেমে খেলব না। যারা খেলবে, যারা ওর সঙ্গে ঘর করবে, তারাই যখন রবিকে চাইছে, তখন তো আর আমার আপত্তি করার কোনও প্রশ্নই ওঠে না।’’ বিরাট কোহালি রবি শাস্ত্রীর নাম করেই তাঁকে কোচ হিসেবে চেয়েছিলেন বলে জানান সৌরভ। বলেন, ‘‘বিরাট নিউ ইয়র্ক থেকে টেলিকনফারেন্সে আমাদের যে রকম বলেছে, সেই অনুযায়ীই আমরা কোচ বাছাই করেছি। ও রবিকেই কোচ হিসেবে চেয়েছিল।’’

Advertisement

আরও পড়ুন: নতুন পালক মিতালির মুকুটে

সোমবার কোচ বাছাইয়ের ইন্টারভিউয়ের পর সৌরভ সাংবাদিকদের জানিয়েছিলেন, আরও দু-তিনদিন পর কোচের নাম ঘোষণা করতে চায় বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি, যাতে তিনি ছাড়াও সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ রয়েছেন। সোমবার শাস্ত্রী ছাড়াও ইন্টারভিউ নেওয়া হয়েছিল বীরেন্দ্র সহবাগ, লালচাঁদ রাজপুত, টম মুডি ও রিচার্ড পাইবাসদের। কিন্তু মঙ্গলবার দিনভর নানা ঘটনা ঘটার পর রাত এগারোটায় বিসিসিআই সরকারি ভাবে জানিয়ে দেয় শাস্ত্রীর নাম। রাহুল দ্রাবিড়ের বিদেশে ব্যাটিং উপদেষ্টা ও জাহির খানকে বোলিং কোচ করার ঘোষণাও একই সঙ্গে করা হয়। এই সাপোর্ট স্টাফ নির্বাচনও যে তাঁদের উপদেষ্টা কমিটিই করেছে, তা জানিয়ে সৌরভ বলেন, ‘‘হ্যাঁ, রাহুল, জাহিরদেরও আমরাই বেছে নিয়েছি। ওদের বাছাই করার জন্যই আর একটু সময় চেয়েছিলাম। কারণ, এক এক জন এক একটা জায়গায় ছিল। ওদের সঙ্গে কথা না বলে তো আর ওদের নাম ঘোষনা করা যায় না।’’ সৌরভ সময় চাওয়ার পরের দিন বোর্ডের পর্যবেক্ষকদের কমিটির প্রধান বিনোদ রাই জানিয়ে দেন, সে দিনই কোচের নাম ঘোষণা করতে হবে। তাই সে দিন দুপুরেই সবার সঙ্গে টেলিকনফারেন্সে বসে নির্বাচনপর্ব শেষ করা হয় বলে জানান সৌরভ। বলেন, ‘‘বিরাটকে জিজ্ঞেস করা হয়েছিল ও কাকে কোচ হিসেবে চায়। ও রবির কথাই বলে। বাকিদের যে কোচ হিসেবে চায় না, সে কথাও বলে ও। তার পরেই রবিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement