একটা বাজে দিন, ধৈর্য ধরতে বলছেন সৌরভ

সৌরভের বিশ্বাস, শেষ দু’টো ওয়ান ডে-তে আরও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকবেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০৩:৫৬
Share:

পাশাপাশি: ওয়াংখেড়েতে স্টিভ ওয়-র সঙ্গে সৌরভ। ইনস্টাগ্রাম

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে দশ উইকেটে হেরেছিল ভারত। শেষ বার ২০০৫-এ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এমনই লজ্জাজনক হারতে হয়েছে ভারতকে। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের হারে ভেঙে পড়েননি। বরং তিনি বিশ্বাস করেন, শেষ দু’ম্যাচে দুরন্ত পারফর্ম করবেন বিরাট কোহালিরা।

Advertisement

বুধবার সৌরভ টুইট করেন, ‘‘অফিসে একটি খারাপ দিন। আগেও এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত। দু’টি মরসুম পিছোলেই মনে পড়ে কী ভাবে ঘুরে দাঁড়িয়েছিল দল। ভারতীয় অধিনায়ক বিরাট কোহালিকে আগাম শুভেচ্ছা।’’

সৌরভের বিশ্বাস, শেষ দু’টো ওয়ান ডে-তে আরও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকবেন তিনি। প্রাক্তন ভারত লিখেছেন, ‘‘আশা করি, পরের দু’টি ওয়ান ডে-তে আরও হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। এই ভারতীয় দল প্রচণ্ড শক্তিশালী। ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ওদের রয়েছে।’’

Advertisement

বুধবার ম্যাচের শেষে কোহালিও বলেছেন, ‘‘এখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই আমাদের। নিজেদের সেই মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে।’’ এ দিকে অস্ট্রেলিয়া চাইবে, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে। গত বছর স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়া ০-২ পিছিয়ে থেকেও ৩-২ সিরিজ জিতে ফিরেছিলেন অ্যারন ফিঞ্চরা। এ বার স্মিথ ও ওয়ার্নার ফেরায় প্রথম ম্যাচ থেকেই বিপক্ষকে চেপে ধরেছে অস্ট্রেলিয়া। ফিঞ্চ বলেছিলেন, ‘‘ভারত ঘুরে দাঁড়াতেই পারে। সেই ক্ষমতা ওদের মধ্যে রয়েছে। কিন্তু আমরা নিজেদের ছন্দ হারাতে দেব না। বিপক্ষের উপর যে চাপ সৃষ্টি করতে পেরেছি, সেটা বজায় রাখাই দায়িত্ব আমাদের।’’

ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নারও বলেছিলেন, ‘‘ভারতে ম্যাচ জেতার অনুভূতি একেবারেই অন্য রকম। আমরা নিজেদের সেরাটা দিতেই এসেছি। এ বার দেখার দ্বিতীয় ম্যাচে এই ছন্দ ধরে রাখতে পারি কি না। সমর্থকদের হতাশ করতে চাই না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন