ইমরানকে তোপ, মায়াঙ্ককে নিয়ে অপেক্ষা করতে বলছেন সৌরভ 

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রাক্তন পাকিস্তান অধিনায়ক জানিয়েছিলেন, যদি দু’‌দেশের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়, তা হলে অনেক কিছুই ঘটে যেতে পারে। ইমরান মূলত পরমাণু যুদ্ধেরই ইঙ্গিত দিয়েছিলেন তাঁর বক্তব্যে। বলেছিলেন, স্বাধীনতা রক্ষার জন্য সর্বাত্মক লড়াই করবে পাকিস্তান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ ০৫:০১
Share:

ইমরান কা্ণ্ডে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য নিয়ে এ বার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, ইমরান যা বলেছেন, তা আবর্জনা ছাড়া কিছু নয়।

Advertisement

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রাক্তন পাকিস্তান অধিনায়ক জানিয়েছিলেন, যদি দু’‌দেশের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়, তা হলে অনেক কিছুই ঘটে যেতে পারে। ইমরান মূলত পরমাণু যুদ্ধেরই ইঙ্গিত দিয়েছিলেন তাঁর বক্তব্যে। বলেছিলেন, স্বাধীনতা রক্ষার জন্য সর্বাত্মক লড়াই করবে পাকিস্তান।

ইমরানের সেই বক্তব্যের একটি ভিডিয়ো সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে পোস্ট করেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ। তিনি টুইট করেন, ইমরান যে-ধরনের বক্তব্য পেশ করেছেন, তাতে সকলের কাছে ছোট করেছেন নিজেকেই। তাঁর দলের অন্যতম সেরা তারকার টুইটারে সেই ভিডিয়ো দেখে মুখ খোলেন সহবাগের প্রাক্তন অধিনায়কও। সৌরভ টুইট করেন, ‘‘রাষ্ট্রপুঞ্জে ইমরানের বক্তব্যের ভিডিয়োটা আমি দেখেছি, বীরু। আবর্জনা ছাড়া কিছু নয়। যে-ইমরানকে ক্রিকেট-বিশ্ব চিনত, এই ব্যক্তি তিনি নন। ওঁর বক্তব্য ছিল দুর্বল এবং হাস্যকর।’’ সৌরভ আরও লিখেছেন, ‘‘যে-পৃথিবী শান্তি চায়, সেখানে এ বক্তব্য একেবারেই অর্থহীন। পাকিস্তানের মতো দেশ, যেখানে শান্তির সব চেয়ে বেশি প্রয়োজন, সেই দেশের নেতার মুখে এই বক্তব্য কল্পনাও করা যায় না।’’

Advertisement

এ দিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে টেস্টে সদ্য ২১৫ রান করা মায়াঙ্ক আগরওয়াল সম্পর্কে এখনই উচ্ছ্বাস দেখাতে রাজি নন সৌরভ। তিনি বলেছেন, ‘‘আমাদের সব চেয়ে বড় সমস্যা হল, যে-কোনও বিষয়ে দ্রুত উপসংহারে পৌঁছে যাই। একশো শতাংশ মানুষ এখন বলবেন ও-ই আমাদের প্রথম পছন্দের ওপেনার। কিন্তু কয়েক বার ব্যর্থ হলেই শোনা যাবে অন্য সুর। আমার মনে হয়, এই ব্যাপারগুলো বন্ধ হোক।’’ আরও যোগ করেছেন, ‘‘যে-কোনও তরুণ ক্রিকেটার ভাল কিছু করলে সেটা ভারতীয় ক্রিকেটের পক্ষে শুভ ইঙ্গিত। মায়াঙ্ক ভাল খেলেছিল অস্ট্রেলিয়ায়। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করা আনন্দের। ওকে আরও একটা বছর খেলতে দেওয়া হোক। তার পরেই বিচার করা যাবে, মায়াঙ্ক কতটা ভাল মানের ক্রিকেটার।’’

রোহিত শর্মাকেও টেস্টে ধারাবাহিকতা রাখার পরামর্শ দিয়ে সৌরভ বলেন, ‘‘রোহিতকেও টেস্টে মায়াঙ্কের মতোই দেখাতে হবে ধারাবাহিকতা। তবে ও অসাধারণ মানের ক্রিকেটার। আমার বিশ্বাস টেস্ট ম্যাচে এই ধরনের খেলা ও অবশ্যই ধরে রাখবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন