Sourav Ganguly

ন্যু ক্যাম্পে সৌরভ, পেলেন ‘দাদা’ লেখা বার্সার জার্সি

সপরিবারে সৌরভ এখন স্পেনে। রয়েছেন বার্সেলোনায়। ন্যু ক্যাম্পে শনিবার রাতে তিনি সেল্টা ভিগো বনাম বার্সেলোনার ম্যাচ দেখেন। সাক্ষী থাকেন লিয়োনেল মেসির গোলের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৮
Share:

বার্সার জার্সি হাতে সৌরভ গঙ্গোপাধ্যায়।

‘দাদা’ লেখা নামের জায়গায়। জার্সির নম্বর ৯৯। বার্সেলোনায় গিয়ে এই জার্সিই পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্লাবের বোর্ড সদস্য অরিয়ল টমাস তাঁর হাতে এই জার্সি তুলে দেন।

Advertisement

সপরিবারে সৌরভ এখন স্পেনে। রয়েছেন বার্সেলোনায়। ন্যু ক্যাম্পে শনিবার রাতে তিনি সেল্টা ভিগো বনাম বার্সেলোনার ম্যাচ দেখেন। সাক্ষী থাকেন লিয়োনেল মেসির গোলের। লা লিগার ম্যাচে বার্সোলোনা জেতে ২-০ ফলে। সেই সময়ই সৌরভের হাতে ক্লাবের জার্সি তুলে দেওয়া হয়। তাত্পর্যের হল, নামের জায়গায় সৌরভ নয়, লেখা আছে ‘দাদা’। যা বাঙালি আবেগকে নিঃসন্দেহে স্পর্শ করছে।

তবে ইউরোপ সফরে গেলেও ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চোখ রয়েছে সৌরভের। সিরিজের শেষ দুই টেস্ট ভারত জিততেই পারে বলে তাঁর বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: কে জিতবে টেস্ট সিরিজ? হেডেনের বাজি ভারত!​

আরও পড়ুন: মেসির গোল, বার্সার সহজ জয়​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement