কুকের সেঞ্চুরি, ভাল জায়গায় আমলারা

দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনেও দাপুটে পারফরম্যান্স উপহার দিল দক্ষিণ আফ্রিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৬ ০৩:৪১
Share:

দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনেও দাপুটে পারফরম্যান্স উপহার দিল দক্ষিণ আফ্রিকা।

Advertisement

দ্বিতীয় দিনের শেষে ফিল্যান্ডারের বিধ্বংসী বোলিংয়ের সৌজন্যে সাত উইকেট হারায় শ্রীলঙ্কা। তৃতীয় দিনে মাত্র ২০৫ রানে অল আউট হয় শ্রীলঙ্কা।

জবাবে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্টিভন কুক সেঞ্চরি করেন। ১১টা বাউন্ডারির সৌজন্যে কুক করেন ১১৭। কিন্তু চামিরার বলে ক্যাচ আউট হন কুক। ওপেনিং পার্টনারশিপে কুক-কে দারুণ সাপোর্ট দেন ডিন এলগার। ১০২ বলে ৫২ রান করেন তিনি।

Advertisement

দক্ষিণ আফ্রিকা ইনিংস এগিয়ে নিয়ে যান হাসিম আমলা। ৪৮ করেন তিনি। কুইন্টন ডি’কক(৪১) ও ফাফ দু’প্লেসি(৪১) অপরাজিত থাকেন। তৃতীয় দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ৩৫১। ৪৩২ রানের লিড নিয়ে ফেলেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement