South Africa vs India

ব্যাটে-বলে দুরন্ত জয় ভারতের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে জয়ের ফলে ৬ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে সিরিজে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে রবিবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪১
Share:

ম্যাচের সেরা যুজবেন্দ্র চাহালের সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহালি।। ছবি: গেটি ইমেজেস।

জয়ের ছন্দ ধরে রাখল ভারত। প্রথম ওডিআই ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে জয় তুলে নিল টিম ইন্ডিয়া।

Advertisement

রবিবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বিরাটের নেওয়া এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা এ দিন প্রথম থেকেই বুঝিয়ে দেন ভারতীয় বোলাররা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত।

চাহাল-কুলদীপ জুটির সৌজন্যে মাত্র ১১৮ রানেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। চাহাল নেন পাঁচটি উইকেট, তিনটি উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে শিকার বুমরা এবং ভুবনেশ্বরের।

Advertisement

জবাবে ব্যাট হাতে নেমে শুরু থেকেই ছন্দে দেখায় ভারতীয় ব্যাটসম্যানদের। অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন ওপেনার শিখর ধবন। ধবনের পাশাপাশি ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন বিরাট কোহালি। তবে, রান পাননি রোহিত শর্মা।

• ২০.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৯ রান তুলে নিল ভারত।

• ১৯ ওভারে ভারতের রান ১১৭/১।

• হাফ সেঞ্চুরি করলেন শিখর ধবন।

• ১৮ ওভারে ভারতের রান ১১০/১।

• ১৭ ওভারে ভারতের রান ১০১/১।

• ১০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ১৬ ওভারে ভারতের রান ৯৮/১।

• ১৫ ওভারে ভারতের রান ৯৩/১।

• দুর্দান্ত লড়াই চালাচ্ছে বিরাট-শিখর জুটি।

• ব্যাট করতে নেমেছেন বিরাট কোহালি। উল্টোদিকে রয়েছে শিখর ধবন।

• রাবাডার বলে মর্কেলকে ক্যাচ দিয়ে ১৫ রান করে প্যাভেলিয়নে ফিরলেন রোহিত।

• আউট রোহিত শর্মা।

• ২ ওভারে ভারতের রান ৯/০।

• ১ ওভারে ভারতের রান ৮/০

• দক্ষিণ আফ্রিকার ১১৮ রানের জবাবে ব্যাট হাতে নামল ভারত।

• ৩২.২ ওভারেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রথমে ব্যাট করে ১১৮ রান তুলল প্রোটিয়া বাহিনী।

• দক্ষিণ আফ্রিকার ্অন্তিম উইকেটের পতন। আউট হলেন ক্রিস মরিস(১৪)।

• ৩২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১১৮/৯।

• আউট হলেন ইমরান তাহির। বুমরার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন তাহির(০)।

• ৩১ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১১৭/৮।

• দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেটের পতন। আউট হলেন মর্নি মর্কেল(১)।

• ৩০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১১৭/৭

• ফের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। আউট হলেন কাগিসো রাবাডা(১)।

• ২৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১০৯/৬।

• ডুমিনির উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। চাহালের বলে এলবিডব্লুউ হলেন ডু্মিনি(২৫)।

• ২৮ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১০৭/৫।

• ২৭ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১০৪/৫

• ফের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ২৫ রানে প্যাভিলিয়নে ফিরলেন জোন্ডো।

• ২৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৯৮/৪।

• ২৫ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৯৫/৪।

• ২৪ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৯২/৪।

• ২৩ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৮৮/৪।

• ২২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৮০/৪।

• ২১ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৭৬/৪।

• ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৭৩/৪।

• ১৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৭২/৪।

• ১৮ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৬৪/৪।

• ১৭ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৬৩/৪।

• ১৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫৯/৪।

• ১৫ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫৪/৪।

• ১৪ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫২/৪।

• আরও একটি প্রোটিয়া উইকেটের পতন। কোনও রান না করেই কুলদীপের বলে আউট হয়ে ক্রিজ ছাড়লেন ডেভিড মিলার।

• ফের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। কুলদীপ যাদবের প্রথম বলেই আউট হলেন এইডেন মার্করাম(৮)।

• ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৫১/২।

• চাহালের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন কুইন্টন ডি'কক(২০)।

• ৫০ রানের গণ্ডি টপকাল দক্ষিণ আফ্রিকা।

• ১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৪৮/১।

• ১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৪২/১।

• ১০ ওভার দক্ষিণ আফ্রিকা ৩৯/১।

• প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন হাসিম আমলা(২৩)।

• ৯ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৫/০।

• ৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২৬/০।

• ৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২২/০।

• ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১৪/০।

• ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১০/০

• ৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৭/০।

• ৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৪/০।

• পর পর দু'টি মেডেন ওভার। বুমরার পর মেডেন নিলেন ভুবনেশ্বর কুমার।

• ২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৪/০।

• মেডেন ওভার জসপ্রীত বুমরার।

• ১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৪/০

• ব্যাট হাতে নামলেন দুই প্রোটিয়া ওপেনার হাসিম আমলা এবং কুইন্টন ডি'কক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন