Govinda

কোলেই মারা যায় সদ্যোজাত কন্যা, সন্তান হারানোর যন্ত্রণার কথা শোনালেন গোবিন্দ-জায়া

বেশ কয়েক বছর আগে গোবিন্দ ও সুনীতার আর একটি কন্যাসন্তান হয়। যদিও সেই সন্তানকে বাঁচাতে পারেননি তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩
Share:

সুনীতা আহুজা, গোবিন্দ। ছবি: সংগৃহীত।

গোবিন্দ ও তাঁর সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে আলোচনার অন্ত নেই। ষাটের দোরগোড়ায় এসে অভিনেতার বিবাহবিচ্ছেদের জল্পনাও শোনা যায়। অভিনেতাপত্নী সুনীতা বরাবরই স্পষ্টবাদী। ঘুরিয়ে পেঁচিয়ে নয়, বরং সোজাসাপটা কথা বলতেই ভালবাসেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক কথা প্রকাশ্যে এনেছেন। এ বার সন্তান হারানোর যন্ত্রণার কথা শোনালেন তিনি।

Advertisement

বেশ কয়েক বছর আগে গোবিন্দ ও সুনীতার আর একটি কন্যাসন্তান হয়। সেই সন্তানকে বাঁচাতে পারেননি তাঁরা। সুনীতার কোলেই মৃত্যু হয় সেই সদ্যোজাতের। সুনীতার কথায়, ‘‘আমার ও গোবিন্দর দ্বিতীয় বার আর একটি মেয়ে হয়। আমার প্রথম সন্তান টিনার জন্মের পর ফের মেয়ে হয়। কিন্তু সময়ের আগেই হয়েছিল। প্রায় ৮ মাসে জন্ম হয়। আসলে ওর ফুসফুস সেভাবে তৈরি হওয়ার আগেই ওর জন্ম হওয়ায় সমস্যা দেখা দেয়। ভাল ভাবে শ্বাস নিতে পারত না। আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল।’’

সুনীতা আরও জানান, দ্বিতীয় সন্তানের জন্মের সময় গোবিন্দের সঙ্গে সঙ্গে সব জায়গায় যেতেন তিনি। বুঝতে পারেননি, এতটা যাতায়াতে পরে সমস্যা হতে পারে। সুনীতার কথায়, ‘‘আসলে প্রথম সন্তান সহজেই হয়েছিল। দ্বিতীয় বার যে সমস্যা হবে, বুঝতে পারিনি। ভারী জিনিসপত্র তোলা সেই সময়ে উচিত হয়নি।’’

Advertisement

সুনীতা ও গোবিন্দর বর্তমানে দুই সন্তান। এক কন্যা, নাম টিনা ও পুত্র যশবর্ধন। খানিক আক্ষেপের সুরে সুনীতা জানান, দ্বিতীয় মেয়ে জীবিত থাকলে আজ তিন সন্তানের মা হতেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement