a r rahman kolkata concert

১৩ বছর পরে কলকাতায় অনুষ্ঠান করবেন এআর রহমান! কবে, কোথায় সুরের জাদু ছড়াবেন?

বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করলেও বহু বছর কলকাতার শ্রোতারা বঞ্চিত ছিলেন এআর রহমানের সুরের জাদু থেকে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৪
Share:

এআর রহমান আসছেন কলকাতায়। ছবি: সংগৃহীত।

শীতের সময়টা শহর জুড়ে বহু শিল্পী আসেন অনুষ্ঠান করতে। মুম্বইয়ের বহু খ্যাতনামী শিল্পীরা কলকাতার শ্রোতাদের মুগ্ধ করতে আসেন এই সময়ে। এ বার প্রায় ১৩ বছর পরে কলকাতায় অনুষ্ঠান করতে আসছেন এআর রহমান। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করলেও বহু বছর কলকাতার শ্রোতা বঞ্চিত ছিলেন শিল্পীর অনুষ্ঠান থেকে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে।

Advertisement

বছরের শেষে নয়, বরং নতুন বছরের ১১ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠান করবেন অস্কারজয়ী সুরকার। শেষ বার তিনি কলকাতায় এসে অনুষ্ঠান করেছিলেন ২০১২ সালে। সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এর পরে ২০১৫ সালে ফুটবলতারকা পেলের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রহমান। তবে ১৩ বছর পরে ফের কলকাতার বুকে পারফর্ম করবেন তিনি।

সূত্রের খবর, এ বারের অনুষ্ঠান অ্যাকোয়টিকায় অনুষ্ঠিত হতে পারে। যদিও এখনও পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। তবে প্রায় পাঁচ ঘণ্টার অনুষ্ঠান হতে চলেছে বলে খবর। এমনিতেই শহর কলকাতায় রহমানের অনুরাগীর সংখ্যা কম নয়। সুদীর্ঘ কর্মজীবনে দক্ষিণী ছবি থেকে হিন্দি ছবির সঙ্গে কাজ করেছেন হলিউডের ছবিতেও। অসংখ্য হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। তবে সুরকার তাঁর যে গানটি প্রায় সব অনুষ্ঠানে গেয়ে থাকেন, তা হল ‘ঊর্বশী ঊর্বশী’। কলকাতার অনুষ্ঠানেও তেমন কিছু হিট গান থাকবে, নাকি নতুন কিছু পরিবেশন করতে চলেছেন তিনি? সেই জল্পনা অনুরাগীমহলে। অধীর আগ্রহে অপেক্ষায় সকলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement