Neelam Kothari

সম্প্রতি বিমানে উঠেই জ্ঞান হারান নীলম! এই আবহে কলকাতায় এসেছেন, কী হয়েছিল অভিনেত্রীর?

কলকাতায় আসার আগে টরন্টো থেকে মুম্বই ফেরার পথে মাঝ-আকাশে অসুস্থ হয়ে পড়েন নীলম। তার পরে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৪:৩১
Share:

নীলম কোঠারী। ছবি: সংগৃহীত।

মঙ্গলবারই কলকাতায় পৌঁছোন শাহরুখ-পত্নী গৌরী খান। সঙ্গে তাঁর চার বান্ধবী। গৌরীর এই ‘গার্ল গ্যাং’-এ ছিলেন অভিনেত্রী নীলম কোঠারী। কলকাতা সফর এখনও পর্যন্ত নির্বিঘ্নেই কাটছে তাঁদের। তবে কলকাতায় আসার আগে টরন্টো থেকে মুম্বই ফেরার পথে মাঝ-আকাশে অসুস্থ হয়ে পড়েন নীলম। কী ঘটে তার পরে?

Advertisement

একটি দামি উড়ানসংস্থার বিমানে চড়ে ফিরছিলেন অভিনেত্রী। বিমানে ওঠার পর থেকে অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। খাবার খাওয়ার পরে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পরেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যান। নীলমের অভিযোগ, এত টাকা খরচ করে এই বিমানে যাতায়াত করেছেন, কিন্তু প্রয়োজনের সময়ে ওই সংস্থার বিমানকর্মীদের থেকে কোনও সাহায্য পাননি। যাত্রী পরিষেবার দিকে তাদের বিশেষ নজর ছিল না বলেই অভিযোগ অভিনেত্রীর। নীলম বলেন, ‘‘আমি এত অসুস্থ হয়ে পড়ি, বিমানসেবিকারা কেউ একজন এসে একবারও খোঁজ পর্যন্ত নেননি।” নিজের খারাপ অভিজ্ঞতার কথা লিখে অভিনেত্রী ওই উড়ানসংস্থাকে ট্যাগ করেন সমাজমাধ্যমে।

অভিনেত্রীর এমন পোস্টের পরে তাঁকে উত্তর দেওয়া হয় উড়ানসংস্থার তরফে। অভিনেত্রীকে আশ্বস্ত করা হয়, তাঁর অভিযোগের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এমনিতেই গত কয়েক দিন ধরে দেশ জুড়ে ‘ইন্ডিগো’র পরিষেবা নিয়ে চূড়ান্ত যাত্রীভোগান্তির চিত্র দেখা যাচ্ছে। তা ছাড়া, দিনকয়েক আগে এক সংস্থার বিরুদ্ধে তাঁর সেতার ভেঙে ফেলার অভিযোগ তোলেন শিল্পী অনুষ্কা শঙ্কর। এ বার টাকা দিয়ে প্রাপ্য পরিষেবা না মেলায় নিজের ক্ষোভ উগরে দিলেন নীলম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement