King Movie Update

চলছে ‘কিং-সাইজ়’ প্রস্তুতি! মেয়ে সুহানাকে নিজের হাতে ‘অ্যাকশন’ শেখাচ্ছেন শাহরুখ খান

: সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রিয় বন্ধু ও পরিচালক ফরাহ। সেখানেই ফরাহ জানান কী ভাবে নিজের হাতে মেয়েকে ট্রেনিং দিচ্ছেন অভিনেতা। আর কী বললেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১২:১৪
Share:

‘কিং’ ছবির প্রস্তুতি চলছে জোরকদমে। ছবি: সংগৃহীত।

বড়পর্দায় সফর শুরু করতে চলেছেন সুহানা খান, তাও আবার বাবা শাহরুখ খানের সঙ্গে। ‘কিং’ ছবির ‘যুদ্ধ’ যাতে মেয়ে নিখুঁত ভাবে যুঝতে পারে, সেই চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না বাদশা। খবর, শুটিং সেটকে পুরোপুরি প্রশিক্ষণকেন্দ্রের রূপ দিয়েছেন অভিনেতা। মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন নিজের হাতে। সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন ফরাহ খান।

Advertisement

মঙ্গলবার এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রিয় বন্ধু ও পরিচালক ফরাহ। সেখানেই ফরাহ জানান, কী ভাবে নিজের হাতে মেয়েকে ট্রেনিং দিচ্ছেন অভিনেতা। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সেই মুহূর্তের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। শাহরুখ-পুত্র আরিয়ানের প্রথম পরিচালনার প্রশংসা করতে গিয়েই সুহানার প্রসঙ্গ ওঠে। অভিনেতার দিকে তাকিয়ে ফরাহ বলেন, “শাহরুখের ছেলে একটা দুর্দান্ত ওয়েব সিরিজ় বানিয়েছে— ‘দ্য ব্যাড্স অফ বলিউড’। সুহানা প্রচণ্ড পরিশ্রমী। এ বার ওকে ‘কিং’ ছবিতে দেখা যাবে। আমি জানি তুমিই (শাহরুখ) ওকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছ।”

সন্তানদের ভূয়সী প্রশংসা শুনে বলিউড বাদশার কী প্রতিক্রিয়া? শাহরুখের মুখে মৃদু হাসি। ফরাহের কথা শুনে খানিক মাথা নাড়তে দেখা যায় তাঁকে। ২০২৩ সালে ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে অভিনয় শুরু সুহানার। তবে তা মুক্তি পায় ওটিটিতে। এ বার তাঁকে বড়পর্দায় দেখা যাবে, ‘কিং’ ছবির মাধ্যমে। সম্প্রতি, শাহরুখের ৬০ বছরের জন্মদিনে ছবিতে তাঁর লুক এসেছে প্রকাশ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement