সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় টেস্ট ২০৪ রানের বিরাট ব্যবধানে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ জিতে গেল দক্ষিণ আফ্রিকা। ডারবানে বৃষ্টির জন্য তিন দিন খেলা না হওয়ায় প্রথম টেস্ট ড্র হয়ে গিয়েছিল। এই জয়ের সৌজন্যে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাত থেকে পাঁচে উঠে এল দক্ষিণ আফ্রিকা।

Advertisement
সেঞ্চুরিয়ন শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০৩:৩১
Share:

দ্বিতীয় টেস্ট ২০৪ রানের বিরাট ব্যবধানে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ জিতে গেল দক্ষিণ আফ্রিকা। ডারবানে বৃষ্টির জন্য তিন দিন খেলা না হওয়ায় প্রথম টেস্ট ড্র হয়ে গিয়েছিল। এই জয়ের সৌজন্যে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাত থেকে পাঁচে উঠে এল দক্ষিণ আফ্রিকা।

Advertisement

চোটের জন্য সিরিজে ছিলেন না দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক এবি ডে’ভিলিয়ার্স। পরিবর্ত ক্যাপ্টেন ফাফ দুপ্লেসির অপরাজিত ১১২-র উপর ভর করে প্রথম ইনিংস ৪৮১-৮ স্কোরে ডিক্লেয়ার করে দেয় দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড ২১৪ রানে শেষ হয়ে যাওয়ার পর মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংস ১৩২-৭-এ ডিক্লেয়ার করেন দুপ্লেসি। এবং দিনের খেলার আধ ঘণ্টা বাকি থাকতেই নিউজিল্যান্ড শেষ হয়ে যায় ১৯৫ রানে।

যার নেপথ্যে রয়েছে ডেল স্টেইন এবং তাঁর বিষাক্ত সুইং। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং হিসেব: ১৬.২ ওভারে ৩৩ রানে ৫ উইকেট। ২০১৪ ডিসেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম ৫ উইকেট নিলেন স্টেইন। প্রথম ইনিংসে তিন উইকেট নেন তিনি। দু’ইনিংসে হাফসেঞ্চুরি করার জন্য ম্যাচের সেরা কুইন্টন ডে কক (৮২ ও ৫০)।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন