Wrestlers Protest

ক্ষমতা সেই ব্রিজভূষণদের হাতে! ভারতীয় কুস্তি সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র

মঙ্গলবার থেকে সংস্থার প্রধান সঞ্জয় সিংহের হাতেই পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। কুস্তিগিরেরা যৌননিগ্রহের অভিযোগ তুলেছিলেন ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে। তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত সঞ্জয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১১:১১
Share:

ব্রিজভূষণ শরণ সিংহ। —ফাইল চিত্র।

ভারতীয় কুস্তি সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকে সংস্থার প্রধান সঞ্জয় সিংহের হাতেই পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। কুস্তিগিরেরা যৌননিগ্রহের অভিযোগ তুলেছিলেন ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে। তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত সঞ্জয়।

Advertisement

বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ এক সময় ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ছিলেন। সেই সময় কুস্তিগিরদের যৌননিগ্রহ করেছেন বলে অভিযোগ উঠেছিল। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটের মতো কুস্তিগিরেরা অভিযোগ করেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে। যে কারণে তাঁকে কুস্তি সংস্থার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় দায়িত্ব পান। যা নিয়ে আপত্তি ছিল কুস্তিগিরদের। এমন অবস্থায় গত বছর ২৪ ডিসেম্বর ভারতীয় কুস্তি সংস্থাকে নিলম্বিত (সাসপেন্ড) করেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। যা মঙ্গলবার তুলে নিল তারা।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ভারতীয় ক্রীড়া জগতের কথা ভেবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে এটাও বলে দেওয়া হয়েছে, কুস্তি সংস্থার সঙ্গে যুক্ত নয়, এমন কোনও ব্যক্তি সংস্থার কাজে যুক্ত থাকতে পারবেন না। শুধুমাত্র নির্বাচিত আধিকারিকেরাই দায়িত্ব সামলাবেন।

Advertisement

কিছু দিন আগে কুস্তি সংস্থার অফিস সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ব্রিজভূষণের বাড়িতে। ফলে কুস্তি সংস্থার কাজে তিনি কোনও ভাবে যুক্ত থাকবেন না, তা মেনে নিতে পারছেন না অভিযোগকারী কুস্তিগিরেরা। ব্রিজভূষণ যখন কুস্তি সংস্থার প্রধান ছিলেন, তখন অফিস ছিল তাঁর বাড়িতে। কিন্তু তাঁকে যখন সরানো হয়, তখন অফিসের ঠিকানাও বদল হয়। ব্রিজভূষণ গত লোকসভায় ভোটে লড়েননি। ব্রিজভূষণের বাড়ি দিল্লিতে। তাঁর ছেলে করণভূষণ সিংহ লোকসভা ভোটে বিজেপির হয়ে লড়েছিলেন উত্তরপ্রদেশের কৈশরগঞ্জ থেকে। তিনি জিতেওছিলেন।

ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি কোর্টে এখনও যৌন হেনস্থার মামলা চলছে। যে কারণে তাঁর সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ নেই ভারতীয় কুস্তি সংস্থার। কিন্তু ঘুরপথে যে এখনও তিনি সংস্থাকে নিয়ন্ত্রণ করছেন, তা স্পষ্ট। তাঁর বাড়িতে সংস্থার অফিস আসার ঘটনায় ব্রিজভূষণ সংবাদ সংস্থা এএনআই-কে বলেছিলেন, “কুস্তি সংস্থার অফিস কোথায় হবে তা সরকার ঠিক করবে না।”

২০২৩ সালে কুস্তি সংস্থার অফিস চলে গিয়েছিল হরিনগরে। সেই সময় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ভারতীয় কুস্তি সংস্থাকে নিলম্বিত করেছিল। ব্রিজভূষণের বিরুদ্ধে দেশের অন্যতম সেরা কুস্তিগিরদের অভিযোগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব্রিজভূষণের দাবি, “কুস্তি সংস্থার অফিস এখনও হরিনগরেই আছে। আমরা নতুন জায়গা খুঁজছি। যে হেতু বহু দিন ধরে আমি কুস্তি সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাই বিভিন্ন সময়ে কুস্তিগির এবং কর্তারা আমার বাড়িতে আসেন। আর কুস্তি সংস্থার অফিস কোথায় সেটা খুব বড় বিষয় নয়। সংস্থাই ঠিক করবে অফিস কোথায় হবে। তারা অফিসের জন্য জায়গা খুঁজছে। খুব তাড়াতাড়ি নতুন অফিস হবে ভারতীয় কুস্তি সংস্থার। আমি এখনও কুস্তির সঙ্গে যুক্ত। কুস্তিগিরেরা তাই আমার সঙ্গে দেখা করেন। অন্য খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদেরাও আসেন আমার সঙ্গে দেখা করতে। কে কী বলছে তাতে কিছু যায়-আসে না। আমি কোনও অন্যায় করিনি। আর খেলোয়াড়দের সঙ্গে দেখা করার ক্ষেত্রে তো আমার কোনও বাধা নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement