ডোপিংয়ের দায়ে অলিম্পিক পদক হারিয়েছেন যাঁরা

অলিম্পিকে ৪০০ মিটার রিলেতে তাঁর সতির্থের শরীরে নিষিদ্ধ মাদক মেলায় স্বর্ণপদক ফিরিয়ে দিতে হয়েছে উসেইন বোল্ট। ২০০৮ বেজিং অলিম্পিকে ৪০০ মিটার রিলে রেসে তাঁর সঙ্গী নেস্তা কার্টারের রক্তের ‘এ’ স্যাম্পলে মিথাইলহোক্সানামিন নামে নিষিদ্ধ বস্তু পাওয়া গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ২২:১১
Share:

১৯৮৮-এর সিওল অলিম্পিকে ডোপ দায়ে পদক হারান বেন জনসন

অলিম্পিকে ৪০০ মিটার রিলেতে তাঁর সতির্থের শরীরে নিষিদ্ধ মাদক মেলায় স্বর্ণপদক ফিরিয়ে দিতে হয়েছে উসেইন বোল্ট। ২০০৮ বেজিং অলিম্পিকে ৪০০ মিটার রিলে রেসে তাঁর সঙ্গী নেস্তা কার্টারের রক্তের ‘এ’ স্যাম্পলে মিথাইলহোক্সানামিন নামে নিষিদ্ধ বস্তু পাওয়া গিয়েছে। সম্প্রতি নিষিদ্ধ মাদকের দায়ে ব্যান করা হয়েছে টেনিসের অন্যতম গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভাকেও। ক্রীড়ামহলে ডোপিং কিন্তু একেবারেই নতুন কোনও ঘটনা নয়। ডোপিংয়ের দায়ে আজীবন ব্যান হয়েছেন অনেক নামিদামী ক্রীড়াবিদ। সঙ্গের গ্যালারিতে দেখে নেওয়া যাক এমন কয়েক জন ক্রীড়াবিদকে, ডোপিংয়ের দায়ে যাঁদের অলিম্পিকে পদক হারাতে হয়েছে।

Advertisement

আরও খবর- ভারতীয় ক্রিকেটারদের কিছু অবাক করা রেকর্ড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন