Sports News

আজলান শাহতে ভারতের অধিনায়ক শ্রীজেশ

সর্দার সিংহর হাত থেকে অধিনায়কত্ব অনেকদিন আগেই চলে গিয়েছে হকির সেরা গোলকিপার শ্রীজেশের হাতে। এ বারও অন্যথা হল না। ২৬তম সুলতান আজলান শাহর কাপের জন্য ভারতীয় দলের অধিনায়ক বেছে নেওয়া হল পিআর শ্রীজেশকেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ২২:১২
Share:

সর্দার সিংহর হাত থেকে অধিনায়কত্ব অনেকদিন আগেই চলে গিয়েছে হকির সেরা গোলকিপার শ্রীজেশের হাতে। এ বারও অন্যথা হল না। ২৬তম সুলতান আজলান শাহর কাপের জন্য ভারতীয় দলের অধিনায়ক বেছে নেওয়া হল পিআর শ্রীজেশকেই। ২৯ এপ্রিল থেকে মালয়েশিয়ার শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে মনপ্রীত সিংহকে। জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন মনপ্রীত। তিনি ছাড়াও জুনিয়র দল থেকে সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন ডিফেন্ডার গুরিন্দর সিংহ ও দুই মিডফিল্ডার সুমিত ও মনপ্রীত।

Advertisement

২০১৮ বিশ্বকাপ ও ২০২০ টোকিও অলিম্পিক্সের কথা ভেবেই জুনিয়রদের সিনিয়র দলে নিয়ে তৈরি করা হচ্ছে। এ ছাড়া এই তালিকায় রয়েছেন ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিংহ, জুনিয়র দলের অধিনায়ক হরজিৎ সিংহ ও ফরোয়ার্ড মনদীপ সিংহ। কোচ অল্টমান্স জানিয়েছেন, সামনে তিনটি নতুন টুর্নামেন্ট রয়েছে যার আগে নতুন কম্বিনেশন দেখে নিতে চাইছেন তিনি। ওয়ার্ল্ড লিগ সেমিফাইনাল, এশিয়া কাপ ও হকি লিগ ফাইনাল।

ভারতীয় দল

Advertisement

গোলকিপার: পিআ শ্রীজেশ (অধিনায়ক), সুরজ কারকেরা।

ডিফেন্ডার: প্রদীপ মোর, সুরেন্দর কুমার, রুপিন্দর পাল সিংহ, হরমনপ্রীত সিংহ, গুরিন্দর সিংহ।

মিডফিল্ডার: চিংলেনসেনা সিংহ, সুমিত, সর্দার সিংহ, মনপ্রীত সিংহ (সহ-অধিনায়ক), হরজিৎ সিংহ মনপ্রীত।

ফরোয়ার্ড: এসভি সুনীল, তলবিন্দর সিংহ, মনদীপ সিংহ, আফান ইউসুফ, আকাশদীপ সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন