ফের কোচিংয়ে অ্যালান ডোনাল্ড

আবার ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার অ্যালান ডোনাল্ড। আসন্ন চ্যম্পিয়ন্স ট্রফির জন্য বোলিং লাইনআপকে শক্তিশালী করতে ডোনাল্ডকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আগামী বছর কাউন্টিতে কেন্টের হয়ে কোচিং করানোর কথা ডোনাল্ডের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ২৩:৫৪
Share:

অ্যালান ডোনাল্ড। ছবি: সংগৃহীত।

আবার ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার অ্যালান ডোনাল্ড। আসন্ন চ্যম্পিয়ন্স ট্রফির জন্য বোলিং লাইনআপকে শক্তিশালী করতে ডোনাল্ডকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আগামী বছর কাউন্টিতে কেন্টের হয়ে কোচিং করানোর কথা ডোনাল্ডের। তার আগেই চ্যম্পিয়ন্স ট্রফির জন্য ডোনাল্ডকে তুলে বড় চমক দিল শ্রীলঙ্কা।

Advertisement

রবিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। ডোনাল্ড যোগ দেওয়ায় মালিঙ্গা-কুলশেখরা সমৃদ্ধ শ্রীলঙ্কান বোলিং লাইনআপ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ৯-১৬ মে পাল্লেকিলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এক সপ্তাহের আবাসিক শিবির সারবে শ্রীলঙ্কান ক্রিকেট টিম। ঐ আবাসিক শিবিরেই যোগ দেওয়ার কথা ডোনাল্ডের। প্রসঙ্গত চ্যম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই শ্রীলঙ্কা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।


আরও পড়ুন...
অনিশ্চয়তার মধ্যে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement