Sri Lanka cricket

India vs Sri Lanka: ভারতই লক্ষ্মী, ধবনদের বিরুদ্ধে খেলে বিরাট টাকা আয় করল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

শিখর ধবনের দ্বিতীয় সারির ভারতীয় দলও শ্রীলঙ্কা বোর্ডের কোষাগার ভরিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৫:৩৮
Share:

ফাইল চিত্র।

আর্থিক সঙ্কটে দীর্ঘ দিন ধরেই ভুগছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। কিন্তু এর মধ্যে তারা ১০৭ কোটি টাকার বেশি আয় করল। পুরোটাই ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে।

Advertisement

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে দ্বিতীয় সারির ভারতীয় দল গিয়েছিল শ্রীলঙ্কায়। কারণ, বিরাট কোহলীর নেতৃত্বে প্রথম দল ইংল্যান্ড সফরে রয়েছে। মোট ছয় জন নতুন মুখ ছিল ভারতীয় দলে। শিখর ধবনের দ্বিতীয় সারির ভারতীয় দলও শ্রীলঙ্কা বোর্ডের কোষাগার ভরিয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা লাভের পরিমাণ জানিয়ে বলেন, প্রথমে ভারতের সঙ্গে শুধু তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি ভারতীয় ক্রিকেট বোর্ডকে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্যও রাজি করান। তাতেই এতটা লাভ হয়েছে।

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে ডি সিলভা বলেন, ‘’অতিমারির সময়ও ভারতীয় বোর্ড এবং ভারত সরকার যে ভাবে দল পাঠিয়েছে, সেটা দুই দেশের ভাল সম্পর্কের জন্যই সম্ভব হয়েছে।’’

সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা তাঁর দেশের বোর্ডের সমালোচনা করে বলেছিলেন, ভারত যে ভাবে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে, সেটা শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য লজ্জা, অপমান। কিন্তু সেই দলকেই হারাতে পারেনি শ্রীলঙ্কা, সেই দলই রণতুঙ্গার দেশের বোর্ডের কোষাগার ভরিয়ে দিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন