India vs Sri Lanka

হারলেই নতুন রেকর্ডে শ্রীলঙ্কা!

টেস্ট সিরিজ এবং এক দিনের আন্তর্জাতিক সিরিজ(ওডিআই)এ হারের পর টি২০ সিরিজও খুইয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে পর পর দু’টি হেরে সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে পেরেরার দলের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ১৯:৫৭
Share:

প্রস্তুতিতে শ্রীলঙ্কা দল। ছবি: পিটিআই।

টি২০ ক্রিকেট মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। কিন্তু, এই রেকর্ড ভাঙা গড়ার খেলাতেই এমন কিছু রেকর্ড তৈরি হয়ে যায়, যেটা সম্পূর্ণই অযাচিত।

Advertisement

ঠিক এমনই এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত সফররত শ্রীলঙ্কা দল।

টেস্ট সিরিজ এবং এক দিনের আন্তর্জাতিক সিরিজ(ওডিআই)এ হারের পর টি২০ সিরিজও খুইয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে পর পর দু’টি হেরে সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে পেরেরার দলের।

Advertisement

এই পরিস্থিতিতে যদি শেষ টি২০ ম্যাচও হারতে হয় শ্রীলঙ্কাকে তা হলে অযাচিত রেকর্ডের অংশীদার হবে শ্রীলঙ্কা দল।

আরও পড়ুন: স্টোকসকে আইপিএলে খেলার ছাড়পত্র

আরও পড়ুন: বক্সিং ডে টেস্টে নেই স্টার্ক, ফিরছেন বার্ড

এই ফর্ম্যাটের ক্রিকেটে পর পর সাত ম্যাচ হারার নজির রয়েছে শ্রীলঙ্কারই। ২০১৬-এর মার্চ থেকে ২০১৭-এর জানুয়ারির মধ্যে পরপর সাতটি ম্যাচ হেরেছিল শ্রীলঙ্কা। আর এই রেকর্ডই ভেঙে যাবে যদি ভারতের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে হেরে যান উপুল থরঙ্গা-কুশল পেরেরা। পর পর আট ম্যাচ হেরে নতুন নজির গড়বে, যা কখনই ভাল বিজ্ঞাপন নয় শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য।

তবে, সর্বাধিক পর পর ম্যাচ হারার রেকর্ড আছে জিম্বাবোয়ের ঝুলিতে। ২০১০-এর মে থেকে ২০১৩-এর মার্চের মধ্যে ১৬টি ম্যাচ হেরেছিল এই দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement