জয়ের কথা ভাবছেন চণ্ডীমলরা

পাল্লেকেলে-তে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে চণ্ডীমলের হুঙ্কার, ‘‘অধিনায়ক হিসেবে আমার কাছে সিরিজ এখনও শেষ হয়ে যায়নি। হারতে আমি কখনওই পছন্দ করি না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ০৩:৫৫
Share:

রণকৌশল: পাল্লেকেলের পিচের উপর দাঁড়িয়েই গুরুসিংঘে, জয়সূর্য, চণ্ডীমলদের আলোচনা। ছবি: এএফপি।

ভারতের বিরুদ্ধে ০-৩ সিরিজ হার ঠেকাতে মরিয়া শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চণ্ডীমল।

Advertisement

পাল্লেকেলে-তে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে চণ্ডীমলের হুঙ্কার, ‘‘অধিনায়ক হিসেবে আমার কাছে সিরিজ এখনও শেষ হয়ে যায়নি। হারতে আমি কখনওই পছন্দ করি না। আমাদের প্রতিপক্ষ টেস্টে এক নম্বর দল। তা সত্ত্বেও জেতা ছাড়া আমরা অন্য কিছু ভাবছি না।’’ এখানেই না থেমে শ্রীলঙ্কা অধিনায়ক বলেছেন, ‘‘ম্যাচের ফল আমাদের বিরুদ্ধে গেলেও প্রত্যেকটা ম্যাচেই নিজেদের উজাড় করে দিয়েছি।’’ ঘরের মাঠে পরপর প্রথম দু’টো টেস্ট হেরে যে প্রবল চাপে রয়েছেন, তাও স্বীকার করে নিয়েছেন চণ্ডীমল। বলেছেন, ‘‘চাপ সব সময়ই থাকবে। ০-২ পিছিয়ে থাকলেও আমরা কিন্তু খারাপ দল নই। আশা করছি, এই টেস্টটা আমরা জিতব। তার জন্য অবশ্য আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।’’

চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন রঙ্গনা হেরাথ ও নুয়ান প্রদীপ। পরিবর্তে দলে ফিরেছেন দুই পেসার দুষ্মন্ত চামিরা ও লাহিরু গামাগে। শ্রীলঙ্কা অধিনায়ক বলছেন, ‘‘যারা আছে তাদের নিয়েই লড়তে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement