শ্রীনি-জেটলি বৈঠক হয়তো আজ

সোমবার সুপ্রিম কোর্টের মহাধাক্কা খাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে বোর্ড মসনদে কর্তৃত্ব বাঁচানোর মরিয়া শেষ চেষ্টা শুরু করে দিলেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। এ দিন রাতে তিনি তাঁর নির্বাচনী প্যানেল-সহ নয়াদিল্লি উড়ে গেলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করতে। আজ, বুধবার জেটলি-শ্রীনি বৈঠক হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৫৯
Share:

সোমবার সুপ্রিম কোর্টের মহাধাক্কা খাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে বোর্ড মসনদে কর্তৃত্ব বাঁচানোর মরিয়া শেষ চেষ্টা শুরু করে দিলেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। এ দিন রাতে তিনি তাঁর নির্বাচনী প্যানেল-সহ নয়াদিল্লি উড়ে গেলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করতে। আজ, বুধবার জেটলি-শ্রীনি বৈঠক হওয়ার কথা।

Advertisement

শ্রীনি নাকি চাইছেন, জেটলি তাঁর নির্বাচনী প্যানেল অনুমোদন করুন। যে প্যানেলে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দু’জনের নাম আছে বলে শোনা যাচ্ছে। এক, সঞ্জয় পটেল এবং দুই, শিবলাল যাদব। যা পরিস্থিতি, তাতে বুধবার জেটলি কী বলেন তার উপর বোর্ড নির্বাচনের ভাগ্য দাঁড়িয়ে থাকবে। তবে আপাতত যা পরিস্থিতি, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে শ্রীনির প্রত্যাবর্তনের সম্ভাবনা অনেক কম। তাই ‘প্ল্যান বি’-ও তৈরি রাখছেন শ্রীনি। যেখানে তাঁর পছন্দের প্রার্থীকে প্রেসিডেন্টের চেয়ারে বসানোর অঙ্কও কষে রাখা হয়েছে।

জেটলির সঙ্গে নাকি কথা বলার পরিকল্পনা আছে সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ারও। তিনি নয়াদিল্লি না গেলেও সম্ভবত শ্রীনি-জেটলি-ডালমিয়ার টেলি কনফারেন্স হবে। ডালমিয়া ঘনিষ্ঠমহলে যা জানিয়েছেন তাতে তাঁর নাকি স্টান্স হল, জেটলি যা বলবেন তিনি সেটা করবেন। মাসতিনেক আগে শ্রীনিকেও নাকি তিনি সেটা জানিয়ে দিয়েছেন।

Advertisement

মঙ্গলবার রাতের দিকে আবার বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য বর্মা দাবি করলেন, শরদ পওয়ার কাল প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করবেন। সঙ্গে বললেন, “আদালতে নতুন হলফনামা জমা দিয়েছি। বলেছি, বোর্ড নির্বাচন চেন্নাই থেকে সরিয়ে বোর্ডের ক্রিকেট সেন্টারে করা হোক।” হলফনামায় তাঁর আরও দাবি, শ্রীনি সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে গত ৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়ার্কিং কমিটির মিটিং চেয়ার করেছিলেন। সুতরাং সেই মিটিংয়ে নেওয়া যাবতীয় সিদ্ধান্ত খারিজ করে দেওয়া হোক। সেই বৈঠকের শেষে বোর্ড সচিব সঞ্জয় পটেল জানান, ২ মার্চ বোর্ড নির্বাচন হবে চেন্নাইয়ে। এখন আদিত্যর বক্তব্য, শ্রীনি যখন নিজে প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারবেন না, তখন তাঁকে কেন হোম অ্যাডজভান্টেজ দেওয়া হবে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন