Sports News

ই-অকশন শেষে বিসিসিআই-এর ঘরে ছ’হাজার কোটি

ভারতে এ রকম অন-লাইনে স্বত্ব নিলাম এই প্রথম হল। তিন দিন শেষে বৃহস্পতিবার হেভিওয়েট সনি ও জিওকে ছাপিয়ে গেল স্টার ইন্ডিয়া। শেষ পর্যন্ত বিসিসিআই-এর মিডিয়া স্বত্ব তুলে নিল স্টার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ১৭:৪৮
Share:

প্রথম ই-অকশন জিতে নিল স্টার ইন্ডিয়া। তিন দিন ধরে চলা ই-অকশন থামল ৬১৩৮ কোটি ১০ লাখ টাকায়। আগামী পাঁচ বছর বিসিসিআই-এর মিডিয়া স্বত্ব চলে গেল এই সংস্থার দখলে। তার মধ্যে থাকছে টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত ভারতীয় দল ও ডোমেস্টিক চ্যাম্পিয়নশিপের মিডিয়া স্বত্ব থাকছে স্টার ইন্ডিয়ার হাতে।

Advertisement

ভারতে এ রকম অন-লাইনে স্বত্ব নিলাম এই প্রথম হল। তিন দিন শেষে বৃহস্পতিবার হেভিওয়েট সনি ও জিওকে ছাপিয়ে গেল স্টার ইন্ডিয়া। শেষ পর্যন্ত বিসিসিআই-এর মিডিয়া স্বত্ব তুলে নিল স্টার। এর আগে ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত এই স্বত্ব ছিল স্টারেরই হাতে। ভারতের সব হোম ম্যাচের মূল্য ছিল ৩৮৫১ কোটি টাকা। প্রায় দেড় গুণেরও বেশি মূল্যে এ বার মিডিয়া স্বত্ব বিক্রি করল বিসিসিআই।

বিসিসিআইএর কার্যনির্বাহী কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী টুইট করে জানান ‘‘বিসিসিআইএর মিডিয়া স্বত্ব পাওয়ার জন্য স্টার ইন্ডিয়াকে শুভেচ্ছা। ৬১৩৮ কোটি ১০ লাখে বিক্রি হওয়া স্বত্বের হিসেবে ম্যাচ প্রতি হচ্ছে ৬০ কোটি ১০ লাখ। বছরের শুরুতে এই সংস্থাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্ব কিনে নিয়েছিল বিপুল টাকায়। সেটাও আগামী পাঁচ বছরের জন্য।

Advertisement

বিসিসিআইএর কার্যনির্বাহী কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী টুইট করে জানান ‘‘বিসিসিআইএর মিডিয়া স্বত্ব পাওয়ার জন্য স্টার ইন্ডিয়াকে শুভেচ্ছা। ৬১৩৮ কোটি ১০ লাখে বিক্রি হওয়া স্বত্বের হিসেবে ম্যাচ প্রতি হচ্ছে ৬০ কোটি ১০ লাখ। বছরের শুরুতে এই সংস্থাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্ব কিনে নিয়েছিল বিপুল টাকায়। সেটাও আগামী পাঁচ বছরের জন্য।

শুরুতে এই ই-অকশনে ছিল ফেসবুক, গুগলের মতো সংস্থাও। এ ছাড়া ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিসও। এই পুরো পাঁচ বছরের মধ্যে থাকছে ১০২টি ম্যাচ। ২০১৮-র জুন থেকে ২০২৩-র মার্চ পর্যন্ত।

আরও পড়ুন
কমনওয়েলথ: রেকর্ড গড়ে দেশকে প্রথম সোনা চানুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন