Cricket

ধোনি না সৌরভ, কে সেরা টেস্ট অধিনায়ক, কী বলছে পরিসংখ্যান

ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক কে? কপিল দেব, মনসুর আলি খান পটৌডী, সুনীল গাওস্কর, মহম্মদ আজহারউদ্দিন, তালিকায় অনেক নাম থাকলেও শ্রেষ্ঠত্বের বিচার করতে হলে শেষপর্যন্ত দু’টি নামে এসে আমাদের থমকে দাঁড়াতে হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি মহেন্দ্র সিংহ ধোনি। দেখা যাক টেস্ট ক্রিকেটে পরিসংখ্যানের নিরিখে দুই মহানায়ক কে কোথায় দাঁড়িয়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ১০:৩১
Share:
০১ ০৯

ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক কে? কপিল দেব, মনসুর আলি খান পটৌডী, সুনীল গাওস্কর, মহম্মদ আজহারউদ্দিন, তালিকায় অনেক নাম থাকলেও শ্রেষ্ঠত্বের বিচার করতে হলে শেষপর্যন্ত দু’টি নামে এসে আমাদের থমকে দাঁড়াতে হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি মহেন্দ্র সিংহ ধোনি। দেখা যাক টেস্ট ক্রিকেটে পরিসংখ্যানের নিরিখে দুই মহানায়ক কে কোথায় দাঁড়িয়ে।

০২ ০৯

মোট ৬০টি টেস্টে অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। সেখানে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্টে মাঠে নেমেছে ভারতীয় দল।

Advertisement
০৩ ০৯

মোট টেস্ট জেতার হিসেবে এগিয়ে আছেন ধোনি। ভারতকে ২৭টি টেস্টে জয় এনে দিয়েছেন ধোনি। সেখানে সৌরভের অধিনায়কত্বে ভারত জিতেছে ২১টি টেস্টে।

০৪ ০৯

হারের সংখ্যায়ও অবশ্য এগিয়ে আছেন ধোনি। তাঁর নেতৃত্বে ১৮টি টেস্ট হেরেছে ভারত। সেখানে সৌরভের অধিনায়কত্বে ভারত হেরেছে মাত্র ১৩টি টেস্টে।

০৫ ০৯

দুই ক্যাপ্টেনই ১৫টি করে টেস্ট ম্যাচ ড্র করেছেন। ধোনি জিতেছেন ৪৫ শতাংশ টেস্টে, সৌরভ জিতেছেন ৪৩ শতাংশ টেস্টে। ধোনি হেরেছেন ৩০ শতাংশ টেস্টে। সৌরভ আবার হেরেছেন ২৬ শতাংশ টেস্টে।

০৬ ০৯

বিদেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে অবশ্য ধোনির থেকে অনেক এগিয়ে সৌরভ। দেশের বাইরে ধোনির নেতৃত্বে ভারত খেলেছে ৩০টি টেস্ট। সেখানে সৌরভের ক্যাপ্টেন্সিতে ভারত বিদেশের মাটিতে নেমেছে মোট ২৮ বার।

০৭ ০৯

বিদেশের মাটিতে ৩০টি টেস্টে ক্যাপ্টেন্সি করে ধোনি জিতেছেন মাত্র ৬টি টেস্ট। সেখানে ২৮টি টেস্টে ক্যাপ্টেন্সি করে সৌরভ জিতেছেন ১১টি টেস্টে।

০৮ ০৯

বিদেশের মাটিতে ধোনির নেতৃত্বে ভারত হেরেছেও অনেক বেশি। বিদেশে ৩০টি টেস্টে নেতৃত্ব দিয়ে ধোনি হেরেছেন ১৫টি টেস্টে। সেখানে ২৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে সৌরভ হেরেছেন ১০টি টেস্টে।

০৯ ০৯

সৌরভের সেরা সাফল্য টেস্ট ক্রিকেটে স্টিভ ও-র অশ্বমেধের ঘোড়াকে থামানো। প্রথমে দেশের মাটিতে হারানো, তারপর অস্টেলিয়ায় গিয়ে সিরিজ ড্র করে বর্ডার-গাওস্কর ট্রফি নিজের দখলে রাখা। অন্য দিকে ধোনির সেরা সাফল্য টেস্ট ক্রিকেটে ভারতকে এক নম্বর জায়গায় নিয়ে যাওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement