ধোনি-ফ্লেমিং আবার জুটি

আইপিএল নয়ে পুণের নতুন ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে চেন্নাই সুপার কিংগসের সফল জুটি মহেন্দ্র সিংহ ধোনি এবং স্টিভন ফ্লেমিংকে। পুণের কোচ হিসেবে এ দিন ফ্লেমিংয়ের নাম ঘোষণা করলেন টিম মালিক সঞ্জীব গোয়েন্কা। যে দু’বছর তাঁর টিম আইপিএল খেলবে, সেই দু’বছরই হেড কোচ থাকবেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ০৩:২৫
Share:

আইপিএল নয়ে পুণের নতুন ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে চেন্নাই সুপার কিংগসের সফল জুটি মহেন্দ্র সিংহ ধোনি এবং স্টিভন ফ্লেমিংকে। পুণের কোচ হিসেবে এ দিন ফ্লেমিংয়ের নাম ঘোষণা করলেন টিম মালিক সঞ্জীব গোয়েন্‌কা। যে দু’বছর তাঁর টিম আইপিএল খেলবে, সেই দু’বছরই হেড কোচ থাকবেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

ধোনি-ফ্লেমিংয়ের নেতৃত্বে টানা দু’বার আইপিএল জেতে সিএসকে। ‘‘প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে খুব সফল ফ্লেমিং। ওঁর টেকনিক্যাল জ্ঞান, নাছোড় মনোভাব আর টিম গোছানোর ক্ষমতা আমাদের কাজে আসবে। ফ্লেমিংয়ের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আমার আস্থা আছে,’’ বলেন গোয়েন্কা।

সিএসকে এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত হয়ে যাওয়ার পর পুণে এবং রাজকোট টিম কেনে আইপিএলে। পুণের টিমে ধোনির সঙ্গে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, ফাফ দুপ্লেসি, স্টিভ স্মিথ এবং অজিঙ্ক রাহানে। ৯ এপ্রিল শুরু হবে আইপিএল নাইন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement