দেশের জার্সিতে আজ হয়তো স্মিথ-ওয়ার্নার

বল বিকৃতি কাণ্ডের পরে আবার অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরতে চলেছেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম্যাচে। যা শুরু আজ, সোমবার থেকে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ০১:৫০
Share:

বল বিকৃতি কাণ্ডের পরে আবার অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরতে চলেছেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম্যাচে। যা শুরু আজ, সোমবার থেকে।

Advertisement

বল বিকৃতি কাণ্ডে নির্বাসনে থাকার পরে আইপিএলে খেলতে দেখা যায় স্মিথ এবং ওয়ার্নারকে। যেখানে দুরন্ত ফর্মে ছিলেন ওয়ার্নার। স্মিথ অতটা ভাল না খেললেও তিনিও রান করেছেন। আইপিএল থেকে ফেরার পরেই অবশ্য দুই ক্রিকেটারই অসুস্থ হয়ে পড়েন। কিন্তু জ্বর থেকে সেরে উঠে রবিবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতিতে নেমে পড়েছেন স্মিথ এবং ওয়ার্নার।

নেটে দু’জনকে কাছ থেকে দেখার পরে গ্লেন ম্যাক্সওয়েল মনে করেন, স্মিথ এবং ওয়ার্নারের খেলতে কোনও সমস্যা হবে না। সাংবাদিকদের ম্যাক্সওয়েল বলেন, ‘‘আমার মনে হয় ওদের মাঠে নামতে সমস্যা হবে না। গত কয়েক দিন ওরা অসুস্থ ছিল। আশা করি, এখন ওরা সমস্যা কাটিয়ে উঠেছে। মাঠে নামার জন্য তৈরি আছে।’’

Advertisement

আইপিএলে মাত্র ১২ ইনিংস খেলে ওয়ার্নার করেছেন ৬৯২ রান। অনেকেই মনে করছেন, আসন্ন বিশ্বকাপেও বিধ্বংসী ফর্মে দেখা যাবে এই বাঁ হাতি ওপেনারকে। কিন্তু পাশাপাশি চিন্তারও একটা আবহ তৈরি হয়েছে এই দু’জনকে ঘিরে। কেউ কেউ সংশয় প্রকাশ করেছিলেন, দলের বাকি ক্রিকেটারেরা হয়তো এই দু’জনের অন্তর্ভুক্তি ভাল ভাবে নেবেন না। কিন্তু অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার মনে করেন, টেনশনের কোনও কারণ নেই। ল্যাঙ্গার বলেছেন, ‘‘দলের বাকি সদস্যের সঙ্গে এই দুই ক্রিকেটারের কোনও সমস্যা নেই। স্মিথ এবং ওয়ার্নারকে দলে নির্বাচন করা হয়েছে। যেটা দারুণ ব্যাপার।’’

ম্যাক্সওয়েলও তাঁর কোচের সঙ্গে একমত। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান বলেছেন, ‘‘স্মিথ, ওয়ার্নার ড্রেসিংরুমে যোগ দেওয়ার পরে খুবই স্বাভাবিক ছিল সবার আচরণ। আমরা বরং মুখিয়ে ছিলাম ওদের কাছে আইপিএলের গল্প শোনার জন্য। ডেভির (ওয়ার্নার) কাছে আমরা জানতে চাই, ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে ইনিংস ওপেন করার অভিজ্ঞতা কেমন।’’

এখানেই শেষ নয়। ম্যাক্সওয়েল আরও বলেছেন, ‘‘ওরা দু’জনেই মহাতারকা। আমি এ বারে ওদের আইপিএলে খেলতে দেখেছি। দুর্দান্ত খেলেছে দু’জনে। ওরা দলে ফেরায় কোনও রকম কোনও সমস্যা হচ্ছে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন