পাল্টা তোপ স্মিথের

অস্ট্রেলিয়ার নির্বাচকমন্ডলীতে নেই স্মিথ। তবুও, প্রাক্তন ক্রিকেটারদের দাবি, নির্বাচকদের সঙ্গে সময় কাটিয়ে স্টিভ নিজের বন্ধুদের দলে সুযোগ দেওয়ারই চেষ্টা করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৭ ০৪:৩৬
Share:

ছবি: সংগৃহীত।

বন্ধুদের দলে সুযোগ দেওয়ার ভিত্তিহীন অভিযোগকে উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ।

Advertisement

অস্ট্রেলিয়ার নির্বাচকমন্ডলীতে নেই স্মিথ। তবুও, প্রাক্তন ক্রিকেটারদের দাবি, নির্বাচকদের সঙ্গে সময় কাটিয়ে স্টিভ নিজের বন্ধুদের দলে সুযোগ দেওয়ারই চেষ্টা করেন। মন্তব্যের উত্তরে অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘‘আমি নির্বাচক নই, তবে অধিনায়ক হিসেবে আমি অবশ্যই নির্বাচকদের সঙ্গে কথা বলে নিজের মত প্রকাশ করি।’’ বন্ধুদের দলে সুযোগ দেওয়ার অভিযোগে তাঁর জবাব, ‘‘বন্ধুদের দলে সুযোগ দেওয়ার দাবিকে আমি অত্যন্ত নোংরা চোখে দেখি। পক্ষপাতিত্ব করা আমার কাজ নয়। এই বিষয়ে আমার কিছু বলার নেই।’’

নিউ সাউথ ওয়েলস দলের অভিজ্ঞ ওপেনার এড কোয়ানকে বাদ দেওয়ার পরেই প্রশ্নের মুখে পড়েন স্মিথ। গত মরসুমের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান কোয়ানের। অথচ সাউথ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর জায়গায় খেলানো হয়েছে তরুণ ব্যাটসম্যান ড্যানিয়েল হিউজকে। নিউ সাউথ ওয়েলস দলের কোচ ট্রেন্ট জনস্টন জানিয়েছেন, কোয়ানকে দল থেকে বাদ দেওয়া তাঁর কঠিনতম সিদ্ধান্তের মধ্যে একটি। এই বিষয়ে বাদ পড়া ব্যাটসম্যান বলেছেন, ‘‘দল নির্বাচনের সঙ্গে আমি একমত না হলেও আমার কিছু করার নেই। কিন্তু স্মিথ অস্ট্রেলিয়া দলের অধিনায়ক এবং এটা ওর দল।’’

Advertisement

প্রাক্তন টেস্ট তারকা রডনি হগ-ও মনে করেন এর পেছনে স্মিথেরই অবদান রয়েছে। তবে ব্যাপারটিকে গুরুত্ব দিতে নারাজ স্মিথ। তিনি বলেছেন, ‘‘যাদের যা ইচ্ছে করছে বলুক। আমি শুনব, কিন্তু আমার তাও কিছু এসে যাবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন